তীব্র বিরোধিতার মাঝেই লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করলেন কিরেণ রিজিজু

নয়াদিল্লি: লোকসভায় ওয়াকফ বিল সংশোধনী বিল পেশ করল কেন্দ্রীয় সরকার৷ ওয়াকফ বিল উপস্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আমি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) উভয়…

Kiren Rijiju tables Waqf Amendment Bill

নয়াদিল্লি: লোকসভায় ওয়াকফ বিল সংশোধনী বিল পেশ করল কেন্দ্রীয় সরকার৷ ওয়াকফ বিল উপস্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “আমি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) উভয় কক্ষের সদস্যদের অভিনন্দন জানাই। ২৮৪টি প্রতিনিধি দল, ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওয়াকফ বোর্ড তাদের মূল্যবান মতামত জমা দিয়েছে।” (Kiren Rijiju tables Waqf Amendment Bill)

এদিনের বক্তব্যে কিরেন রিজিজু আরও জানান, সংশোধনী বিলটির উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা আরও স্বচ্ছ এবং দক্ষভাবে পরিচালনা করা। এই প্রক্রিয়ায় দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিরা তাঁদের মতামত দিয়েছেন এবং এটি একটি ব্যাপক পর্যালোচনার ফলস্বরূপ।

   

বিলটির মূল লক্ষ্য হল ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, যাতে এটি সমাজের কল্যাণে আরও কার্যকরভাবে কাজে আসতে পারে। সরকারের দাবি, এই পদক্ষেপ ওয়াকফ বোর্ডগুলির কার্যক্রমে আরও স্বচ্ছতা আনার পাশাপাশি, সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করবে।

Advertisements

কিন্তু, একযোগে ওয়াকফ বিলের বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি-সহ প্রায় সবকটি বিরোধী দল। বুধবার সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে  ৮ ঘণ্টা আলোচনা চলবে। বিরোধী শিবিরে ওয়াকফ নিয়ে একমত। তবে, এনডিএ-র শরিকরা বিল নিয়ে খানিক দোনামোনায় রয়েছেন। চন্দ্রবাবু নায়ডুর টিডিপি ওয়াকফ বিলের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলেও, দ্বিধাগ্রস্ত বিহারে বিজেপির দুই জোটসঙ্গী জেডিইউ এবং লোকজনশক্তি পার্টি। এই দুই দলের সাংসদেরা বিলটির পক্ষে ভোট নাও দিতে পারে।

এদিকে বিরোধী পক্ষের মতে, সংশোধনীটি কিছু ক্ষেত্রে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় অনিয়ম সৃষ্টি করতে পারে, যা সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে। যদিও সরকারের দাবি, এই সংশোধনী আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা হবে।

এদিন রিজিজু বলেন, বিরোধীরা এই বিল নিয়ে ভুল তথ্য এবং গুজব ছড়াচ্ছেন৷ যাঁরা এই বিলের সমালোচকদের নিশানা করে রিজিজু বলেন, “আমরা একটা ইতিবাচক সংস্কার আনছি, কেন এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?” এদিকে, বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।