পাটনা: বিহারে বেজে গিয়েছে ভোটের দামামা। আর “আসন্ন এই বিহার নির্বাচন থেকেই দুর্নীতিগ্রস্ত মোদী (Modi) শাসনের সমাপ্তি শুরু হবে”, বলে কটাক্ষ ছুঁড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। বুধবার পাটনায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে ফের ‘ভোট-চুরি’ এবং ‘ধর্মীয় মেরুকরণের রাজনীতি’র অভিযোগে নরেন্দ্র মোদী সহ বিজেপিকে বিঁধলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
এদিনের বৈঠকের সূচনাতেই খাড়গে বলেন, “আন্তর্জাতিক স্তরে ভারতের সমস্যার জন্য নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের কূটনৈতিক ব্যর্থতা দায়ী। প্রধানমন্ত্রী যাদেরকে ‘আমার বন্ধু’ বলে গর্ব করেন, তারাই আজ ভারতকে অসংখ্য সমস্যায় ফেলেছে”। মূলত, আমেরিকার শুল্ক-ভিসা চোখরাঙানির আবহে নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ট্রাম্পের সমীকরণকেই দুষছেন বিরোধীরা।
২০২৫ সালের বিধানসভা নির্বাচন কেবল বিহারের জন্যই নয়, সমগ্র দেশের জন্য একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে, বলে এদিন বৈঠকে দাবি করেন কংগ্রেস সভাপতি। বিহারের এই নির্বাচনের মধ্য দিয়েই মোদী সরকারের দুর্নীতিগ্রস্ত শাসন অবসানের কাউন্টডাউন শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
বিহারে এনডিএ শাসন সমাপ্তিতে কংগ্রেসের তোড়জোড়
সময় হাতে মেরেকেটে দুই মাস। তার মধ্যেই বিহারে ইন্ডি জোটের ঘর সামলাতে আরজেডিকে সঙ্গে নিয়ে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস(Congress)। ১ সেপ্টেম্বর পর্যন্ত তানা ১৬ দিন বিহারের ২৫ টি জেলা ঘুরে ১৩০০ কিলোমিটারের ভোটার অধিকার যাত্রা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
ভোট চুরি এবং এসআইআর বিরোধী এই মিছিলে রাহুলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন আরজেডি নেতা তথা বিহারের বিরোধীদের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী যাদব। বর্তমান শাসকদল জেযডিইউ সহ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক তছরুপী, রাজ্যের বেকারত্ব, অপরাধ বৃদ্ধির বিরুদ্ধে সরব হয়ে নির্বাচনে নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করে যাচ্ছে কংগ্রেস আরজেডি। আসন্ন নির্বাচনে এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভবিষ্যদ্বাণী কতটা ফলপ্রসূ হয়, সেটাই দেখার।