হরিয়ানায় IPS অফিসারের মৃত্যুতে BJP-RSS এর বিরুদ্ধে ‘বিস্ফোরক’ খারগে

নয়াদিল্লি: ‘দলিতদের উপর অপরাধ বাড়ছে’, ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য উল্লেখ করে বিজেপি-আরএসএসকে তুলোধোনা করলেন কংগ্রেস সভাপতি মল্লাকার্জুন খারগে (Mallikarjun Kharge)। ২০১৩ থেকে ২০২৩…

নয়াদিল্লি: ‘দলিতদের উপর অপরাধ বাড়ছে’, ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য উল্লেখ করে বিজেপি-আরএসএসকে তুলোধোনা করলেন কংগ্রেস সভাপতি মল্লাকার্জুন খারগে (Mallikarjun Kharge)। ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত এনসিআরবি-র তথ্য উল্লেখ করে খাড়গে বলেন, “নরেন্দ্র মোদীজি (Narendra Modi), দলিতদের বিরুদ্ধে অপরাধ ৪৬% বৃদ্ধি পেয়েছে, যেখানে আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ ৯১% বৃদ্ধি পেয়েছে”।

Advertisements

এর জন্য বিজেপি এবং আরএসএস-এর ‘সামন্ততান্ত্রিক’ মনোভাব দায়ী বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি। উত্তরপ্রদেশের রায়বেরেলির দলিত (Dalit) ব্যক্তি হরিওম বাল্মীকিকে পিটিয়ে হত্যা, ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের উপর আক্রমণ এবং সম্প্রতি হরিয়ানার দলিত আইপিএস (IPS) অফিসারের আত্মহত্যার ঘটনার পেছনে বর্ণ-বৈষম্য এবং সহিংসতা দায়ী বলে আক্রমণ করেছেন খারগে।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরণের অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি। “এই পরিস্থিতিতেও নরেন্দ্র মোদী চোখে ঠুলি এঁটে বসে আছেন”, বলে তোপ দাগেন খারগে।

IPS অফিসারের আত্মহত্যায় কাঠগড়ায় হরিয়ানা পুলিশের শীর্ষ কর্তারা

অন্যদিকে, হরিয়ানার IPS অফিসার ওয়াই পূরণ কুমারের আত্মহত্যার ঘটনায় হরিয়ানা ডিরেক্টর জেনারেল অব পুলিশ শত্রুজিৎ সিং কাপুর এবং রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজারনিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন IPS অফিসারের স্ত্রী অমনিৎ পূরণ কুমার। গত ৭ অক্টোবর চণ্ডীগড়ের বাড়িতে IPS অফিসারের মৃতদেহ আবিষ্কার করে তাঁর পরিবার।