শুক্রবার আরও ২৭ টি, ১১ দিনে ৩০০ বিমানে বোমাতঙ্ক ঘুম উড়িয়েছে কেন্দ্রের

প্রতিদিনই বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বাড়ছে কেন্দ্রের (Bomb Threat On Air India Flight)। শুক্রবারও নতুন করে আরও ২৭টি বিমানে বোমাতঙ্ক ছড়াল। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা,…

প্রতিদিনই বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বাড়ছে কেন্দ্রের (Bomb Threat On Air India Flight)। শুক্রবারও নতুন করে আরও ২৭টি বিমানে বোমাতঙ্ক ছড়াল। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, স্পাইসজেট, উড়ান সংস্থা মিলিয়ে অন্তত ২৭টি বিমানে বোমার হুমকি গিয়েছে। সূত্রের খবর, প্রতি ক্ষেত্রেই বোমা হামলার হুমকি ভুয়ো! এই গত ১১ দিনে প্রায় ৩০০টি বিমানে বোমাতঙ্কের ঘটনা প্রকাশ্যে এসেছে।  

AI বিভিন্ন ক্ষেত্রে যুবকদের জন্য সুযোগ করে দেবে, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী

   

জানা গিয়েছে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার ছ’টি বিমান বোমা হামলার হুমকি পেয়েছে (Bomb Threat On Air India Flight)। এ ছাড়াও স্পাইসজেট, ভিস্তারা এবং ইন্ডিগো— প্রতিটি সংস্থার সাতটি করে বিমানে বোমাতঙ্ক ছড়ায়। উল্লেখ্য, বৃহস্পতিবারও ৯৫টি বিমানে এমন বোমাতঙ্ক ছড়িয়েছিল। বোমাতঙ্ক রুখতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করলেও তা আটকানো যাচ্ছে না।

একের পর এক বোমাতঙ্কের হুঁশিয়ারিতে উদ্বিগ্ন ভারতের বিমান সংস্থাগুলি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও সম্প্রতি বিমানে নাশকতার হুমকিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এরমধ্যেই সম্প্রতি  এয়ার ইন্ডিয়ার (Air ndia) বিমানে নাশকতার হুঁশিয়ারি এল খালিস্তানি সংগঠনের নেতা ভারত বিরোধী গুরপবন্ত সিং পান্নুনের তরফে। 

US Election2024: এগিয়ে থেকেও পিছোলেন কমলা, ট্রাম্পের সঙ্গে ‘টাই’ করে চিন্তায় ডেমোক্র্যাটেরা

আশির দশকে শিখদের গণহত্যার ‘প্রতিশোধ’ নিতে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর আগাম হুঁশিয়ারি দিলেন গুরুপতবন্ত সিংহ পান্নুন। নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর এই নেতার হুমকি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার যাত্রীদের সতর্ক করে পন্নুন জানিয়েছেন, আগামী ১ থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়া (Air India) বিমানে যাত্রা না করেন।

সম্প্রতি পান্নুনকে নিয়ে ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক চাপানউতোর তীব্রতর হওয়ার দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তারমধ্যে এই ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

লাদাখ থেকে দূরে হঠছে চিন, ২৯ অক্টোবরের মধ্যে সমস্ত পরিকাঠামো প্রত্যাহারে সম্মত দুই দেশ

সম্প্রতি একইদিনে বোমাতঙ্কের হুমকি পায় দেশের ৩২ টি বিমান। এই ঘটনাটি সামনে আসতেই রীতিমতো আতঙ্ক ছড়ায় দেশের প্রায় প্রতিটি বিমানবন্দরে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যহত হয় বিমান চলাচল।