মজুরি সর্বাধিক! সিপিএম শাসিত কেরলেই নিশ্চিন্ত বাংলাভাষী শ্রমিকরা

সিপিআইএম শাসিত কেরলে (Kerala) যখন তখন বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অ়ভিযোগ নেই। তবে নির্দিষ্ট অভিযোগ ও নথিপত্রের গরমিল থাকলে রেহাইও মিলবে না। বাংলাভাষী মানেই বাংলাদেশি…

Kerala’s CPI(M) Government Ensures Highest Wages for Bengali Migrant Workers

সিপিআইএম শাসিত কেরলে (Kerala) যখন তখন বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অ়ভিযোগ নেই। তবে নির্দিষ্ট অভিযোগ ও নথিপত্রের গরমিল থাকলে রেহাইও মিলবে না। বাংলাভাষী মানেই বাংলাদেশি নন এমনই অবস্থান নিয়েছে কেরল সরকার। ফলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের (Bengali Migrant Workers) হেনস্থার মতো করুণ মুহূর্তগুলো কেরলে হচ্ছে না।

কেরলের স্থানীয় কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট, যে সব এলাকায় আরএসএস বিশেষ সক্রিয় সেই এলাকাগুলিতে বাংলাভাষী শ্রমিকরা স্থানীয়ভাবে হেনস্খার মধ্যে পড়েন। কিন্তু প্রশাসন সব নথি যাচাই করে নেয় ।

   

পশ্চিমবঙ্গ থেকে কেরলে কাজ করেন এমন অনেক পরিযায়ী শ্রমিকরা তাদের আত্মীয়দের কাছে জানিয়েছেন সে রাজ্যের কড়া শাসন আছে। নিজ নিজ এলাকার সিপিআইএম নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলেও কেরলে কোনো সমস্যা হয়না। কেরলেন বাম সরকার যথেষ্ট সহৃদয়।

রাজ্যের অন্যতম দুটি পরিযায়ী শ্রমিক পাঠানোর জেলা হল মালদা ও মুর্শিদাবাদ। এছাড়া কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া থেকেও পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করেন। অভিযোগ, রাজ্যে তৃণমূল সরকার আসার পর শিল্প উদ্যোগ তেমন হয়নি। ফলে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেড়েছে। আর প্রভুত উন্নয়ন করা সিপিআইএম শাসিত কেরলে কর্মরত শ্রমিকরা পান দেশের সর্বাধিক মজুরি।

অর্থনৈতিক বিশ্লেষণ সংবাদপত্রগুলিতে লেখা হয়েছে, FY22-এর RBI গবেষণায় দেখা গেছে, সাধারণ নির্মাণ শ্রমিকদের গড় দৈনিক আয় হয়েছে ৮০০ টাকার বেশি।উচ্চ দক্ষ নির্মাণ শ্রমিক কেরলে এর থেকে অনেক উপরে আয় করেন। এছাড়া সরকারের একক দৈনন্দিন দর ভিত্তিতে চলতি বছর (২০২৫) ১ এপ্রিল থেকে মজুরির ন্যূনতম হার নির্ধারিত হয়েছে দৈনিক ৭১০ টাকা।

Advertisements

রাজ্য ভিত্তিক গড় দৈনিক মজুরি
কেরল ৮৩৭.৩ টাকা
তামিলনাড়ু ৪৭৮.৬ টাকা
জম্মু-কাশ্মীর ৫১৯ টাকা (কেন্দ্রশাসিত)
হিমাচল প্রদেশ ৪৬২ টাকা
হরিয়ানা ৪২০ টাকা
অন্ধ্রপ্রদেশ ৪০৯ টাকা
গুজরাট ২৯৬ টাকা
মহারাষ্ট্র ৩৬২ টাকা
মধ্যপ্রদেশ ২৬৭টাকা
ত্রিপুরা ২৫০ টাকা

অর্থাৎ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা মতো রাজ্যে শ্রমিকরা মাত্র ২৫০ – ৩০০ টাকা আয় করেন, যেখানে সিপিআইএম শাসিত কেরলে গড় আয় ৮০০ – ৯০০ টাকা।

হিন্দিভাষী ও বিজেপি শাসন রাজ্যে বাঙালি শ্রমিকদের বাংনাদেশি বলে বিতাড়নের প্রতিবাদে সামিল রাজ্যের পূর্বতন শাসক দল সিপিআইএম। দলটির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তার পাশাপাশি রাজ্য সরকারেরও দায়িত্ব রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন কেন ভিন রাজ্যে আক্রান্ত হওয়া পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার কোন প্রতিনিধি পাঠাচ্ছে না।

সিপিআইএমের তরফে জেলায় জেলায় বাম শাসিত কেরল সরকারের তথ্য নিয়ে প্রচার চলছে। সেই তথ্যে সায় দিচ্ছেন কেরলে কর্মরত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা।