কেরলে আতঙ্ক বাড়ছে, নিপা ভাইরাসে সংক্রমিত এক কিশোরের মৃত্যু

ফের নিপা ভাইরাস ঘিরে আতঙ্ক ছড়াল কেরলে। রবিবার ১৪ বছরের এক কিশোর নিপা ভাইরাস সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ নিপা ভাইরাসে আক্রান্ত…

কেরলে আতঙ্ক বাড়ছে, নিপা ভাইরাসে সংক্রমিত এক কিশোরের মৃত্যু

ফের নিপা ভাইরাস ঘিরে আতঙ্ক ছড়াল কেরলে। রবিবার ১৪ বছরের এক কিশোর নিপা ভাইরাস সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরের মৃত্যুর খবর জানিয়েছেন। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ বেসরকারি হাসপাতালে মালাপ্পুরম জেলার বাসিন্দা ওই কিশোরের মৃত্যু হয়।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, কিশোরের শারীরিক অবস্থার অবনতি হতেই তার নমুনা সংগ্রহ করে পুণের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। গতকাল সেই রিপোর্ট পজিটিভ আসে। নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রিপোর্ট আসার ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় কিশোরের। সমস্ত প্রোটোকল মেনে কিশোরের মৃতদেহ দাহ করা হবে।

   

১০ লাখ চাকরি তৈরি, বড় ঘোষণা করেও শঙ্কিত মমতা! কেন ?

মন্ত্রী বীণা জর্জ আরও জানিয়েছেন, রাজ্যে বর্তমানে চারজন নিপা ভাইরাসে আক্রান্ত। তাঁদের মাঞ্জেরি মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে। আক্রান্তদের কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কেরলে বর্তমানে নিপা ভাইরাসের এপিসেন্টার পান্দিক্কড়। এপিসেন্টার এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জুড়েই উচ্চ সতর্কতা জারি রয়েছে। পাখি, পশুদের খাওয়া ফল খেতে নিষেধ করা হয়েছে। বাজার থেকে কেনা ফল ভালভাবে পরিষ্কার করে, তবেই খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।