কেরল সফরের আগেই প্রধানমন্ত্রীর (Narendra Modi) উদ্দেশে হুমকি চিঠি বিজেপি কার্যালয়ে। আগামী ২৪ এপ্রিল কেরল সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। এমনকি ওই দিনই তিরুবনন্তপুরম থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনাও করতে পারেন তিনি। ২৪ এপ্রিল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও একটি রোড শো করতে পারেন মোদী।
তার আগেই এমন হুমকিতে আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এমনকি প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থাগুলি ওই হুমকি চিঠির বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্যের কাছে। এই বিষয়ে কেরল পুলিসের অতিরিক্ত ডিজি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যে মহড়া দেওয়া হয়েছিল, তার একাংশ ফাঁস হয়েছে। এমনকি এক কেন্দ্রীয় মন্ত্রী এই ঘটনাকে ‘গুরুতর’ বলে বর্ণনা করেছেন।
জানা গেছে, ওই চিঠিতে লেখা প্রেরকের নাম ও যাবতীয় তথ্য থেকেই তদন্তকারীরা এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, চিঠির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। বিরোধী গোষ্ঠীর মানুষজন তাঁকে ফাঁসানোর জন্যই চিঠিতে তাঁর নাম লিখে দিয়েছে।
উল্লেখ্য, কোচিতে চালু হতে চলেছে দেশের সর্বপ্রথম ওয়াটার মেট্রো পরিষেবা। ২৫ এপ্রিল অর্থাত্ মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে কেরালা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।