তিরুবন্তপুরম: ভয়ঙ্কর! হাড়হিম করা হত্যাকাণ্ড! মা, ভাই, দিদা, মামা-মামি ও নিজের প্রমিকাকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করলেন ২৩ বছরের এক যুবক৷ তিরুঅনন্তপুরমে একটি থানায় গিয়ে নিজের অপরাধ কবুল করে নেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ছয় জনের উপর হামলা চালিয়েছিলেন ওই যুবক, তাদের মধ্যে পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। একমাত্র বেঁচে রয়েছেন তাঁর মা৷ তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়৷ তিনটি পৃথক জায়গায় গিয়ে এই হত্যালীলা চালান ওই যুবক৷ তাঁর নাম আফান৷ তিনি নিজেই পুলিশের কাছে গিয়ে গোটা ঘটনাটি জানান৷ ইতিমধ্যেই মৃতদের নাম নিশ্চিত করেছে পুলিশ। তাঁর হলেন- আফানের ১৩ বছরের ভাই আহসান, দিদা সলমা বিবি, মামা লতিফ, মামি শিহাহা এবং প্রেমিকা ফারশানা। তিরুঅন্তপুরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরফানের মা। আরফানকে এই বিষয়ে জিজ্ঞসাবাদ করছে কেরল পুলিশ। তাঁর মায়ের পরিস্থিতি স্থিতিশীল হলে, তাঁর বয়ানও নেওয়া হবে৷ এই ঘটনার পিছনে পারিবারিক বিবাদ রয়েছে বলেই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে৷ তবে কেন নিজের প্রেমিকা-সহ গোটা পরিবারকে হত্যার পরিকল্পনা করব ওই যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ।