কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, আয়ুর্বেদের (Ayurveda) গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কেরালার উদ্যোগ এখন সারা দেশের জন্য এক অনুকরণীয় মডেল।
সোমবার তিনি কান্নুরের পারিয়ারামের সরকারি আয়ুর্বেদ কলেজে নবনির্মিত মহিলা হোস্টেল ও উন্মুক্ত মঞ্চের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী জানান, কেরালাই দেশের একমাত্র রাজ্য যেখানে প্রায় ২৫০টি NABH–অনুমোদিত আয়ুষ প্রতিষ্ঠান রয়েছে। আয়ুর্বেদ খাতে স্বীকৃতি ব্যবস্থা চালুর ফলেই এই সাফল্য এসেছে।
মন্ত্রী বলেন, “আমরা আয়ুর্বেদ ওষুধের মান নিশ্চিত করার জন্য এবং এই খাতের বিকাশের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য মনোযোগী প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, কান্নুরের কালায়দে আন্তর্জাতিক আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রের কাজ চলছে, যা ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে গবেষণা ও উদ্ভাবন বাড়াবে এবং আয়ুর্বেদে কেরালার বিশ্বমানের অবস্থানকে আরও মজবুত করবে।
৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন মহিলা হোস্টেলে প্রথম ও দ্বিতীয় তলায় ১৯টি করে কক্ষ, স্টাডি হল এবং টয়লেট ব্লক রয়েছে। এছাড়া ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উন্মুক্ত মঞ্চটি সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে।
অনুষ্ঠানে এম.এল.এ. এম. ভিজিন সভাপতিত্ব করেন। জনপ্রতিনিধি, হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।