কেরালা স্টোরি’র তীব্র সমালোচক সিপিএম নেতার মেয়ে ‘লাভ জিহাদে’র শিকার!

Kerala CPM leader PV Bhaskaran Love Jihad case

তিরুঅনন্তপুরম, ৩০ অক্টোবর: কেরালায় আবারও উত্তাল হল তথাকথিত ‘লাভ জিহাদ’ (Love Jihad case) বিতর্ক। রাজ্যের সিপিএম নেতা পি ভি ভাস্করন নিজে প্রকাশ্যে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবনে তিনি এই প্রক্রিয়ার শিকার হয়েছেন। ফলে রাজনৈতিক মহলে যেমন আলোড়ন তৈরি হয়েছে, তেমনি কেরালা নিয়ে তৈরি বহুল আলোচিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র বিতর্ক আবারও নতুন করে মাথা তুলেছে।

Advertisements

কী বলেছেন ভাস্করন?

পি ভি ভাস্করন জানিয়েছেন, তাঁর নিজের মেয়ে এই ‘লাভ জিহাদ’-এর ফাঁদে পড়েছেন। তিনি অভিযোগ করেন, ধর্মীয় উদ্দেশ্যে প্রতারণামূলক সম্পর্ক তৈরি করে তরুণীকে বিভ্রান্ত করা হয়েছে। ভাস্করনের মতে, “আমরা এতদিন ধরে এই প্রসঙ্গকে রাজনৈতিক রঙ বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু বাস্তবে এ ধরনের ঘটনা ঘটছে। আমি নিজে কাছ থেকে তা দেখেছি।”

   

প্রসঙ্গত, রাজ্য সিপিএম নেতা পি ভি ভাস্করনের বিধবা মেয়ে একটি পথ দুর্ঘটনায় জখম হন৷ তাঁর দুটো পা অকেজো হয়ে পড়ে৷ তার চিকিৎসা করাতে একটি হাসপাতালে ভর্তি হন৷ সেই সুত্রেই এক মুসলিম চিকিৎসকের সঙ্গে পরিচয় হয়. পরে ওই চিকিৎসক সিপিএম নেতার বাড়িতে থেকেই তাঁর মেয়ের চিকিৎসা করতে থাকেন৷ এই সেই সুত্রেই নেতার মেয়ে এবং চিকিৎসক ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন৷ এখন তাঁরা বিয়ে করতে চাইতেই আপত্তি তোলেন সিপিএম নেতা পি ভি ভাস্করন৷ তাঁর অভিযোগ মেয়েকে ‘লাভ জিহাদ’-এর ফাঁদে ফেলেছে ওই চিকিৎসক৷

কেরালা স্টোরি বিতর্ক আবারও সামনে

গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। ছবিতে দাবি করা হয়েছিল, কেরালার একাধিক হিন্দু ও খ্রিস্টান তরুণীকে কৌশলে ধর্মান্তরিত করে আইএসআইএস জঙ্গি সংগঠনে পাঠানো হয়েছে। কেরালার সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব বারবার দাবি করেছিল, এটি ছিল “বিজেপি-র রাজনৈতিক প্রোপাগান্ডা”।

কিন্তু এখন সিপিএমেরই এক নেতার মুখে এমন অভিযোগ শোনার পর বিরোধীরা বলছে—“যেটিকে এতদিন কল্পকাহিনি বলা হচ্ছিল, সেটি বাস্তবের প্রমাণ দিচ্ছেন আপনারাই।”

Advertisements

রাজনৈতিক প্রতিক্রিয়া

কেরালার বিজেপি নেতৃত্ব বলছে, “পি ভি ভাস্করনের বক্তব্য প্রমাণ করে দিচ্ছে, লাভ জিহাদ কোনও গল্প নয়, বরং একটি বড় সামাজিক সমস্যা।” অন্যদিকে, সিপিএমের অন্দরেই এই মন্তব্য নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। অনেক নেতা ভাস্করনের বক্তব্যকে “ব্যক্তিগত অভিজ্ঞতা, যা সাধারণীকরণ করা ঠিক নয়” বলে ব্যাখ্যা করেছেন।

কংগ্রেস নেতা ভি ডি সত্যেশন বলেন, “ভাস্করনের বক্তব্যকে হাতিয়ার করে বিজেপি রাজ্যে ধর্মীয় বিভাজন বাড়াতে চাইছে। এ ধরনের সংবেদনশীল বিষয়ে সতর্ক থাকা দরকার।”

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

কেরালার সাধারণ মানুষ বিভক্ত মত প্রকাশ করছেন। কেউ কেউ বলছেন, ভাস্করনের অভিজ্ঞতা সত্যি হলে সরকারকে অবশ্যই তদন্ত করা উচিত। আবার অনেকের মতে, রাজনৈতিক স্বার্থে এই ইস্যুকে ব্যবহার করা হচ্ছে।

সিপিএম নেতা পি ভি ভাস্করনের বক্তব্যে নিঃসন্দেহে কেরালার রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। লাভ জিহাদ প্রসঙ্গে এতদিন যে বিরোধিতা বা অস্বীকার শোনা গিয়েছিল, এখন সেটি নিজ দলেরই একজন নেতার বক্তব্যে প্রশ্নের মুখে। তবে এটি সত্যিই একটি বড় সামাজিক সমস্যার প্রতিফলন, নাকি রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তেজনা ছড়ানোর কৌশল—সেই উত্তর সময়ই দেবে।