“দিল্লি কি আদৌ সুরক্ষিত?”, কালকাজী-কান্ডে BJP কে তোপ কেজরিওয়ালের

দিল্লির বিখ্যাত কালকাজী মন্দিরে ‘অশান্তি’র জেরে সেবাইত যোগীন্দ্র সিং-এর মৃত্যুকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার শাসকদল বিজেপির বিরুদ্ধে…

"দিল্লি কি আদৌ সুরক্ষিত?", কালকাজী-কান্ডে BJP কে তোপ কেজরিওয়ালের

দিল্লির বিখ্যাত কালকাজী মন্দিরে ‘অশান্তি’র জেরে সেবাইত যোগীন্দ্র সিং-এর মৃত্যুকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার শাসকদল বিজেপির বিরুদ্ধে তাঁর কটাক্ষ, “দিল্লিতে আদৌ কি কেও সুরক্ষিত?” “রাজধানীর শাসনব্যবস্থা বিঘ্নিত। যারা এইভাবে সেবায়িতকে মারধোর এবং হত্যা করল, তাঁদের কি একবারও হাত কাঁপল না?”, নিজের এক্স হ্যান্ডেলে লেখেন কেজরিওয়াল।

“বিজেপির ‘চার ইঞ্জিন’ দিল্লির এমন পরিস্থিতি করেছে যে বর্তমানে মন্দিরও সুরক্ষিত নয়। এটি শাসনব্যবস্থার অবক্ষয় ছাড়া আর কি?”, বলে ক্ষোভ উগড়ে দেন তিনি। উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ দিল্লির বিখ্যাত কালকাজী মন্দিরে ‘চুন্নি প্রসাদ’-এর দাবিতে ৩৫ বছর বয়সী সেবাইতের ওপর চড়াও হয় একদল ‘ভক্ত’। প্রসাদ বিতরণ নিয়ে শুরু হওয়া বচসা পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে।

   

ভাইরাল হওয়া একটি ভিডিওতে  সেবাইত যোগীন্দ্র সিং-কে রাস্তার পাশে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধোর করতে দেখা যায়। উত্তরপ্রদেশের ফতেপুরের বাসিন্দা যোগেন্দ্র সিং দীর্ঘ ১৪-১৫ বছর ধরে কালকাজী মন্দিরের সেবাইতের কাজে নিযুক্ত ছিলেন।  মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে আবর্জনার মধ্যে পড়ে আছেন মন্দিরের সেবাইত আর দুজন লাঠি নিয়ে তাঁকে লাগাতার আঘাত করছে।

Advertisements

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। ঘটনার পর বাসিন্দারা অতুল পাণ্ডে নামক এক হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাঁর বিরুদ্ধে  ১০৩ (১)/ ৩ (৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।  বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।