ভয়ে আপ-এর প্রকল্পে বাধা দিচ্ছে বিজেপি! ‘মানুষের স্বার্থে জেলে যেতে প্রস্তুত’, হুঙ্কার কেজরির

নয়াদিল্লি: দিল্লিতে আমআদমি পার্টির সরকার ফেলতে একজোট হয়েছে কংগ্রেস ও বিজেপি৷ শনিবার এমনই দাবি করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷…

18,000 salary for priests if AAP wins

নয়াদিল্লি: দিল্লিতে আমআদমি পার্টির সরকার ফেলতে একজোট হয়েছে কংগ্রেস ও বিজেপি৷ শনিবার এমনই দাবি করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের অভিযোগের ভিত্তিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর দিল্লি সরকারের বিভিন্ন প্রকল্পে তদন্তের নির্দেশ দেওয়ার পরই এই মন্তব্য করেন তিনি৷ (kejriwal accuses bjp)

সন্দীপ দীক্ষিতের অভিযোগের ভিত্তিতে অ্যাকশন kejriwal accuses bjp

কেজরিওয়ালের অভিযোগ, ‘‘বিজেপি সরাসরি কিছু করতে সাহস পায়নি, তাই তারা কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে দিয়ে অভিযোগ দায়ের করিয়েছে। বিজেপি এবং কংগ্রেস একজোট হয়ে কাজ করছে আপ সরকারের বিরুদ্ধে।’’ 

   

শনিবার একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা মহিলা সম্মান যোজনার অধীনে দিল্লির সব যোগ্য মহিলাকে প্রতি মাসে ২,১০০ টাকা এবং সঞ্জীবনী যোজনার অধীনে প্রবীণদের ফ্রি চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এটা প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি। ওরা এখানে কী তদন্ত করতে চাইছে?’’

তদন্তের কী আছে? kejriwal accuses bjp

যাবতীয় অভিযোগ খারিজ করে কেজরিওয়াল বলেন যে, মহিলাদের সম্মান কার্ড এবং সঞ্জীবনী যোজনা – এই কল্যাণমূলক প্রকল্পগুলো নির্বাচনী প্রতিশ্রুতি, বাস্তবায়িত প্রকল্প নয়। এখানে তদন্ত করার কী আছে? আমরা বলেছি, ক্ষমতায় এলে এগুলি বাস্তবায়িত হবে৷’’

আপ-এর জাতীয় আহ্বায়কের অভিযোগ, শুধুমাত্র আমআদমি পার্টিকে হারাতে বিজেপি এই সরকারি প্রকল্পগুলোর বিরোধিতা করছে৷ কেজরির দাবি, ‘‘বিজেপি মহিলাদের এবং প্রবীণদের কল্যাণ চায় না। তারা মহিলা বিদ্বেষী৷ ’’

ফের জেলে যেতে পারি kejriwal accuses bjp

কেজরি জোর গলায় বলেন, ‘‘দিল্লির জনগণের জন্য আমি ফের জেলে যেতে প্রস্তুত।’’ তাঁর কথায়,‘‘যদি আমাকে জেলে পাঠানো হয়, তবে আমি আবার যাব, কিন্তু আপনাদের জন্য লড়াই করা বন্ধ করব না।” 

সাংবাদিক বৈঠকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি বলেছিলাম, নির্বাচনে জিতলে আমরা মহিলাদের ২,১০০ টাকা এবং ৬০ বছরের ওপরে প্রবীণদের ফ্রি চিকিৎসা দেব। এই দুটি প্রকল্প জনগণের জন্য এতটাই উপকারী যে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই এতে নিবন্ধন করেছেন। এই বিষয়টি বিজেপিকে চিন্তায় ফেলেছে।”

 

Bharat: Delhi CM Arvind Kejriwal accuses Congress and BJP of colluding to topple AAP government. Following Congress leader Sandeep Dikshit’s allegations, the LG orders probes into Delhi’s projects. Kejriwal defends welfare schemes amid political turmoil.