কেন দান করা এই দ্বীপ ফেরত চাইছে ভারত? জানুন কচ্ছতিভুর অজানা ইতিহাস

নয়াদিল্লি: কচ্ছতিভু দ্বীপ ফেরত চাওয়ার দাবি সামনে এলো আবারও। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে, যাতে শ্রীলঙ্কার কাছ থেকে কচ্ছতিভু দ্বীপ ফেরত দেওয়ার…

katchatheevu island dispute

নয়াদিল্লি: কচ্ছতিভু দ্বীপ ফেরত চাওয়ার দাবি সামনে এলো আবারও। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে, যাতে শ্রীলঙ্কার কাছ থেকে কচ্ছতিভু দ্বীপ ফেরত দেওয়ার দাবি তোলা হয়েছে। তবে কেন এই দ্বীপ নিয়ে এত বিতর্ক? (katchatheevu island dispute)

ইন্দিরা গান্ধী সরকারের সঙ্গে শ্রীলঙ্কার চুক্তি katchatheevu island dispute

প্রসঙ্গত, ১৯৭৪ সালে ইন্দিরা গান্ধী সরকার শ্রীলঙ্কার সঙ্গে একটি চুক্তি করে, যার মাধ্যমে ১৬৩ একরের কচ্ছতিভু দ্বীপটি ভারত শ্রীলঙ্কাকে হস্তান্তর করে। যদিও, সেই সময় চুক্তির বিষয়টি রাজনৈতিক কারণে অনেকটা গোপন রাখা হয়েছিল। তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে আগেভাগেই চুক্তি সম্পর্কে অবহিত করা হলেও, তা জনসমক্ষে আনেনি কেন্দ্র।

   

এদিকে, কচ্ছতিভু দ্বীপটি রামেশ্বরম এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী অবস্থান করায়, দুই দেশের মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু, দ্বীপটি শ্রীলঙ্কাকে দেওয়ার পর থেকে তামিলনাড়ুর মৎস্যজীবীরা শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। এছাড়া, শ্রীলঙ্কার জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতারও করা হচ্ছে।

কচ্ছতিভু দ্বীপ ফেরত চাওয়ার দাবি katchatheevu island dispute

তামিলনাড়ু সরকারের পক্ষ থেকেও বারবার কেন্দ্রের কাছে কচ্ছতিভু দ্বীপ ফেরত চাওয়ার দাবি জানানো হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এই ইস্যুতে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এছাড়া, স্বাধীনতার পরপরই কচ্ছতিভু দ্বীপ নিয়ে শ্রীলঙ্কার দাবি তোলার প্রেক্ষিতে ভারতের বিভিন্ন নেতাও এই দ্বীপের গুরুত্ব নিয়ে মতামত দিয়েছেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এক সময় বলেছিলেন, “এই ছোট্ট দ্বীপের জন্য ভারতের কোনো আপত্তি থাকার কথা নয়,” তবে পরে তৎকালীন অ্যাটর্নি জেনারেল সেতালভাদ দ্বীপটির উপর ভারতের অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন।

Advertisements

এখন, কচ্ছতিভু দ্বীপ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় রাজনীতির পাশাপাশি ভারত-শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে, বিশেষ করে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই ইস্যু তামিলনাড়ুতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Bharat: Tamil Nadu Assembly passes resolution demanding the return of Katchatheevu Island from Sri Lanka. The 1974 agreement under Indira Gandhi’s government remains controversial, impacting fishermen’s rights. Leaders like CM Stalin continue to press the central government.