ভয়াবহ বিস্ফোরণ, ওড়ানো হল পহেলগাঁও হামলায় যুক্ত দুই লস্কর জঙ্গির বাড়ি

শ্রীনগর: কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল সন্দেহভাজন দুই জঙ্গির বাড়ি৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুই জঙ্গি পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবা’র সদস্য ছিলেন৷ পহেলগাঁওয়ে…

Kashmir Terrorist House Explosion

শ্রীনগর: কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল সন্দেহভাজন দুই জঙ্গির বাড়ি৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুই জঙ্গি পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবা’র সদস্য ছিলেন৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গেও তাদের সরাসরি যোগ ছিল। বৃহস্পতিবার রাতে, আসিফ শেখ ও আদিল হুসেন ঠোকর নামক দুই জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেনা সূত্রের দাবি, ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত ছিল, সেই কারণেই এই বিস্ফোরণটি ঘটে। এটি  নিরাপত্তা বাহিনীর অভিযান কিনা, তা এখনও স্পষ্ট নয়।

আদিল ঠোকরের সন্ত্রাসী প্রশিক্ষণ এবং ফিরে আসা

২০১৮ সালে অটারি-ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিতে গিয়েছিল আদিল ঠোকর ওরফে আদিল গুরি। গত বছরই কাশ্মীরে ফিরে আসে। টাইমস অফ ইন্ডিয়ার এক সূত্রের দাবি, পাকিস্তান থেকে ফিরে আসার পর, আদিল ঠোকর অনন্তনাগ ও দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় নিয়মিত নজরদারি চালাতে শুরু করে। এই এলাকার ভৌগোলিক অবস্থান জানার কারণে, পহেলগাঁও-এর বৈসরনে জঙ্গিহামলা সফল করতে সহায়ক ভূমিকা নেয়। স্থানীয় বাসিন্দা হওয়ায় এই হামলা পরিচালনায় বিশেষ সুবিধা হয়েছিল। 

   

সেনার অভিযান এবং ভবিষ্যৎ পরিস্থিতি Kashmir Terrorist House Explosion

এই বিস্ফোরণের পর সেনা এবং নিরাপত্তাবাহিনী আরও সক্রিয় হয়ে উঠেছে। যদিও বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।  তবে এটি কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের ভয়াবহতা এবং জটিলতা বাড়িয়ে তুলেছে। বর্তমানে সেনাবাহিনী গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে এবং জঙ্গিদের বিরুদ্ধে কড়া অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, শুক্রবার, নিরাপত্তা বাহিনী আসিফ শেখ ও আদিল হুসেন ঠোকর—এই দুই জঙ্গির বাড়ি ধ্বংস করে দেয়। আদিল ঠোকরের বাড়ি বিজবেহারায় আইইডি (Improvised Explosive Device) ব্যবহার করে উড়িয়ে দেওয়া হয়, আর আসিফ শেখের বাড়ি ট্রালে একটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ধ্বংস কার্যক্রম ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতীয় সরকারের কঠোর পদক্ষেপের অংশ।

 লস্কর-ই-তইবা’র সঙ্গে জড়িত এই দুই জঙ্গির কর্মকাণ্ড শুধুমাত্র পহেলগাঁও হামলা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং তারা দীর্ঘদিন ধরে কাশ্মীরের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টি করে চলেছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এটি নিশ্চিত যে, এই ধরনের হামলা এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।

Bharat: Massive explosion destroys suspected terrorists’ homes in Anantnag, Kashmir. Believed to be Lashkar-e-Taiba members linked to the Pahalgam attack. Huge explosives cache suspected. Investigation underway.