কর্নাটকে ভোট গণনা (Karnataka Election) শুরুতেই ঘূর্ণি মোকার মত কংগ্রেসের (Congress) ঝড় শুরু হয়। এ রাজ্যে ২২৪ আসনের বিধানসভায় বেলা গড়াতেই কংগ্রেস একক শক্তিতে সরকার গড়ার পথে বলে মলে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক কটাক্ষ শুরু হয়েছে। বিজেপিকে (BJP) নিশানা করে বলা হচ্ছে কর্নাটকে ‘The Congress Story’ ছবির প্রদর্শন চলছে!
এ রাজ্যের বিধানসভা ভোট গ্রহণের আগে মুক্তি পেয়েছে ‘The Kerala Story’ ছবি। ছবিটি নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ, বিভাজন করতেই কর্নাটক ভোটের আগেই ছবিটি ছাড়া হয়। এদিকে ভোটের ফলাফলে শুরু হয়েছে কটাক্ষ। অ-বিজেপি পক্ষ থেকে কটাক্ষ কর্নাটকে চলতে দ্য কংগ্রেস স্টোরি! বিজেপি নীরব। জানা যাচ্ছে বিজেপি জোট সরকার গড়তে জেডিএসের সাথে যোগাযোগ শুরু করেছে।
গণনায় শতাধিক আসনে এগিয়ে। ম্যাজিক ফিগারের আসে পাশে ঘুরছে জাতীয় কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনে টান টান উত্তেজনা। কর্নাটকে একার শক্তিতে কংগ্রেস? এমনই প্রশ্নে সরগরম দিল্লির রাজনীতি।
তৃতীয় দল জেডিএসের উপর নজর রাজনৈতিক মহলে। ভোটের চূড়ান্ত ফলাফলে হাড্ডাহাড্ডি অবস্থান হলে জেডিএসের উপর সরকার গড়তে নির্ভর করতে হবে। সেক্ষেত্রে জেডিএস কী অবস্থান নিতে পারে তাও লক্ষনীয়।
কর্নাটক প্রদেশ কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার দাবি করেছেন দল ১৪১টি আসন জিতে ক্ষমতায় আসবে, অন্যদিকে বিজেপি বলেছে যে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। যদিও জেডিএস জানিয়েছে যে তারা ফলাফল ঘোষণার পরেই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে।