News Desk: একের পর এক রাজ্যে ধাক্কা খাচ্ছে বিজেপি। এবার কর্ণাটকে ও পিছিয়ে গেল ওই রাজ্যের শাসক দল। পুরভোটে বিজেপিকে টপকে অনেকটাই এগিয়ে এল কংগ্রেস।
তথ্য অনুযায়ী, বিজেপি শাসিত কর্ণাটকে র ২০ টি জেলায় ৫৮ টি পুরসভার মোট ১ হাজার ১৮৪ টি আসনে ভোট হয়েছিল। সেখানে কংগ্রেস জয় পেয়েছে ৫০১ টি আসনে। দ্বিতীয় স্থানে বিজেপি, জয় পেয়েছে ৪৩৩ টি আসনে, জেডি(এস) পেয়েছে ৪৫ টি আসন, নির্দল ও অন্যেরা ২০৫ টি আসনে জয় পেয়েছে।
কমপক্ষে ২৫ টি পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। পাশাপাশি, একাধিক পুরসভায় একক বৃহত্তম দল হিসেবে মাথা তুলেছে কংগ্রেস।
চলতি বছরের শুরুর দিকেই কর্ণাটকের পঞ্চায়েত ভোটেও বিজেপিকে পরাস্ত করেছিল কংগ্রেস। পুরভোটে একবার ফের সেই একই দৃশ্য। এদিকে, ২০২৩ সালে কর্ণাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই এই ধরনের ফলাফল কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দল জেডি(এস) ত্রিশঙ্কু পুরসভাগুলিতে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারে।