POCSO আইনে মামলা,গ্রেফতার হতে পারেন ইয়েদুরাপ্পা

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হতে পারেন কর্ণটাকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি.এস.ইয়েদুরাপ্পা। চলতি সপ্তাহেই কর্ণাটাকের সিআইডির জেরার মুখে পড়তে হতে পারে তাঁকে। সেই জেরায় কোনও অসঙ্গতি…

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হতে পারেন কর্ণটাকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি.এস.ইয়েদুরাপ্পা। চলতি সপ্তাহেই কর্ণাটাকের সিআইডির জেরার মুখে পড়তে হতে পারে তাঁকে। সেই জেরায় কোনও অসঙ্গতি দেখলেই POCSO আইনে প্রাক্তণ মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার এমনটাই জানান, কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি.পরমেশ্বরা। তিনি বলেন,” আগামী ১৫ জুনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেবে সিআইডি। তারপর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সিআইডি মনে করলে তাঁকে গ্রেফতার করবে।”

তবে এই মুহূর্তে সাংসদীয় কমিটির বৈঠকে দিল্লিতে রয়েছেন ইয়েদুরাপ্পা। রাজধানী থেকে ফিরলেই সিআইডির মুখোমুখি হতে পারেন বলেই দাবি করছে প্রাক্তণ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠমহল। পুলিশ সূত্রে জানা গিয়েছে,এক মহিলার এফআইআরের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে POCSO আইনে মামলা দায়ের করা হয়। অভিযোগকারীনির দাবি, তাঁর ১৭ বছরের নাবালিকা মেয়েকে নিজের বাসভবনে যৌন নিগ্রহ করেছেন ইয়েদুরাপ্পা।

   

 এই অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে রাজ্যে প্রশাসন। শুরু হয় পুলিশি তত্পরতা। ইয়েদুরাপ্পাকে তলব করার আগে তাঁর একাধিক ভয়েস স্যাম্পেল সংগ্রহ করেছে সিআইডি। যদিও ৮১ বছর বয়সী ইয়েদুরাপ্পা তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ নস্যাত করেছেন।

কর্ণাটকে বহুবার মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ইয়েদুরাপ্পা। তাঁর বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। তারপর প্রাক্তণ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা কর্ণটাকের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।