নভেম্বর মাসে কর্নাটকের উপর দিয়ে ভারতজোড়ো যাত্রা নিয়ে এগোচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৪ নভেম্বর দেখা যায় সকালে কংগ্রেসের (Congress) টুইটার হ্যান্ডল ব্লক হয়েছে। সেদিন হাঁটতে হাঁটতে রাহুল (Rahul Gandhi) বলেছিলেন, টুইটার হ্যান্ডল ব্লক করলেও আমাকে ব্লক করতে পারবে না। আমি হেঁটে যাবই। বিধানসভা (Karnataka Election) ভোটের গণনার মাঝে সেই ছবি দিল কংগ্রেস
শনিবার সেই কর্নাটকে বিধানসভা ভোটের গণনা চলছে। প্রথম দেড় ঘণ্টার দেখে বোঝা যাচ্ছে, কংগ্রেস অনেকটা ভাল ফল করার দিকে এগোচ্ছে।
এই পরিস্থিতিতে রাহুলের সেই হাঁটার ছবি দিয়ে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডল লিখল—’আমি অপরাজেয়, আমি আত্মবিশ্বাসী। এবং হ্যাঁ, আজকে আমি অপ্রতিরোধ্য।’
আগের বার কংগ্রেস ৮০টি আসন পেয়েছিল। তারপর বিজেপিকে কুর্সি থেকে বাইরে রাখতে জেডিএসকে সমর্থন দিয়ে কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করেছিল তারা। সেই সরকার ভেঙে যায়। সরকারে আসে বিজেপি।
রাহুল ভারতজোড়ো যাত্রায় একটা কথা নিয়ম করে বলতেন, ‘আমি রাজনীতির ধারণা বদলের লড়াইয়ে নেমেছি।’ মহীশূর-সহ যেসব জায়গায় জেডিএসের ট্র্যাডিশনাল শক্তি ছিল, তাও খানিকটা কংগ্রেস ভেঙে দিয়েছে। ফলে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হয়েছে কংগ্রেসের।
পর্যবেক্ষকদের অনেকের মতে, কর্নাটকে কংগ্রেসের রাহুলকে বিজ্ঞাপিত করে তুলে ধরার কারণ, আদালতের শাস্তি এবং সাংসদ পদ খারিজ হওয়া। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে, কর্নাটক ফের ঝুঁকছে কংগ্রেসের দিকে।