BJP: বড় ভাঙন! ভোটের আগে দল ছাড়লেন দু’বারের বিজেপি সাংসদ

আর মাত্র একদিনের অপেক্ষা। আগামী কাল, ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার আগে বড় ভাঙন বিজেপিতে (BJP)। লোকসভা নির্বাচনের টিকিট না মেলায় বিজেপি…

Karnataka-congress

আর মাত্র একদিনের অপেক্ষা। আগামী কাল, ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার আগে বড় ভাঙন বিজেপিতে (BJP)। লোকসভা নির্বাচনের টিকিট না মেলায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দু’বারের সাংসদ সঙ্গনা করাদি। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের উপস্থিতি দলবদল করেন তিনি। বেলাগাভি গ্রামীণের বিধায়ক শিবপুত্র মালাগি সহ বিজেপির বেশ কিছু হেভিওয়েট নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার বলেন, কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়েই উনি আমাদের দলে যোগ দিয়েছেন। উত্তর কর্নাটকের দুটি জেলায় ওনার প্রচুর সমর্থক রয়েছে। এর ফলে ওই এলাকায় আরও শক্তিশালী হল কংগ্রেস। দলের একাংশের বিদ্রোহের ফলে এবারের নির্বাচনে সঙ্গনাকে টিকিট দেয়নি দল। তারপর থেকেই গেরুয়া শিবিরের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার সঙ্গে বৈঠকও করেন সঙ্গনা। যদিও তাতে কোনও লাভ হয়নি।

   

কর্নাটকের শাসকদল কংগ্রেস ইতিমধ্যেই বেশ কিছু প্রভাবশালী বিজেপি নেতাকে দলে নিয়েছে। তবে হাত গুটিয়ে বসে নেই গেরুয়া শিবির। বুধবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তি। বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় ২০২৩ সালে কংগ্রেস ছেড়েছিলেন প্রাক্তন বিধায়ক।

পুলকেশীনগরের প্রাক্তন বিধায়ক শ্রীনিবাস ২০২৩ এর বিধানসভা নির্বাচনে লড়েছিলেন বিএসপির টিকিটে। তবে তাতে খুব একটা লাভ হয়নি। কংগ্রেসের প্রার্থীর কাছে বিধাট ব্যবধানে হেরে যান তিনি। এরপর থেকেই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করেন শ্রীনিবাস। অবশেষে লোকসভা ভোটের আগে দলবদল করলেন তিনি।

Advertisements

বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেসকে তুলোধনা করেন মূর্তি। অভিযোগ তোলেন, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছে কংগ্রেস নেতৃত্ব। মূর্তির কথায়, যারা আমার বাড়িতে আগুন লাগানোর ঘটনায় যুক্ত ছিলেন, আজ তারাই কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের সঙ্গে ঘুরছেন। ওদের এমন ব্যবহারই আমাকে বিজেপিতে যোগ দিতে বাধ্য করেছে।

গেরুয়া নামাবলী গায়ে চড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মূর্তি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করাই সবচেয়ে ভালো। কর্নাটকে বিজেপি সরকার ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য।

মূর্তি বিজেপিতে যোগ দেওয়ায় দল বেঙ্গালুরু উত্তর লোকসভা আসনে আরও শক্তিশালী হবে বলে দাবি করেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, অখণ্ড শ্রীনিবাস মূর্তি বিজেপিতে যোগ দেওয়ায় দলের শক্তি অনেকটাই বাড়বে। বেঙ্গালুরু উত্তর আসন থেকে আমাদের প্রার্থী ৩ লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News