কোটি টাকার চন্দন উদ্ধার করলো কানপুর পুলিশ, গ্রেফতার দুই পাচারকারী

কানপুর পুলিশ (Kanpur Police) চন্দন কাঠ (Sandalwood) পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। চোরাকারবারিদের কাছ থেকে ১১৩ কেজি চন্দন কাঠ উদ্ধার (Seizes)…

Kanpur Police Seizes Sandalwood

কানপুর পুলিশ (Kanpur Police) চন্দন কাঠ (Sandalwood) পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। চোরাকারবারিদের কাছ থেকে ১১৩ কেজি চন্দন কাঠ উদ্ধার (Seizes) করেছে পুলিশ। উদ্ধার হাওয়া কাঠের আন্তর্জাতিক বাজারে মূল্য কোটি টাকা বলে জানা গেছে। তবে চন্দনের জাত এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ পাচারকারী আকিব ও জিশান দুজনকেই গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ১.১৮ লক্ষ টাকা ও চন্দন কাঠ উদ্ধার করে।

সূত্রের খবর, কনৌজের বাসিন্দা আকিব এবং জিশান দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত এবং এক শহর থেকে অন্য শহরে চন্দন কাঠ পাচার করত। তাদের পাচারকৃত চন্দন উত্তরপ্রদেশের অনেক জেলায় পৌঁছে যেত। পুলিশ দীর্ঘদিন ধরে এসব চোরাকারবারীকে ধরার চেষ্টা করলেও প্রতিবারই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এবার গোপন সুত্রে সঠিক তথ্যে সাফল্য এনে দিল কানপুরের সিসামাউ পুলিশ।

   

পুলিশ চোরাকারবারিদের নেটওয়ার্ক খুঁজে বের করছে। বর্তমানে পুলিশ এসব চোরাকারবারীকে জিজ্ঞাসাবাদ করে তাদের অন্য কোন সহযোগী চোরাচালানের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে। কোন শহরে এবং কোন লোকেদের কাছে তারা চন্দন বিক্রি বা বিতরণ করেছিল?

এই কর্মকাণ্ড সম্পর্কে সিসামাউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু বলেন, ধৃত দুই পাচারকারীই কনৌজের বাসিন্দা। তাদের বিরুদ্ধে কনৌজের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চন্দন কাঠ নিয়ে যাওয়ার সময় এক তথ্যদাতার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন এসব মালামাল কাদের কাছে সরবরাহ করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।