কানপুরে পথকুকুরের আক্রমণে গুরুতর আহত কলেজছাত্রী, মুখে ১৭টি সেলাই

লখনউ: উত্তরপ্রদেশের কানপুরে পথকুকুরের আক্রমণে গুরুতর আহত এক এক কলেজছাত্রী৷ দেশজুড়ে পথকুকুর নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের আবহেই ঘটল এই ঘটনা। আহত কলেজছাত্রীর নাম বৈষ্ণবী সাহু, তিনি…

Kanpur college girl stray dog attack

লখনউ: উত্তরপ্রদেশের কানপুরে পথকুকুরের আক্রমণে গুরুতর আহত এক এক কলেজছাত্রী৷ দেশজুড়ে পথকুকুর নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের আবহেই ঘটল এই ঘটনা। আহত কলেজছাত্রীর নাম বৈষ্ণবী সাহু, তিনি বিবিএ শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০ অগাস্ট কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন বৈষ্ণবী। সেই সময় কয়েকটি কুকুর একদল বাঁদরকে তাড়া করছিল, আচমকাই বৈষ্ণবী কুকুরদের সামনে পড়ে যান।  তিনটি কুকুর তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।

গাল দু’ভাগে চিরে গিয়েছে 

পথে পড়ে চিৎকার করতে শুরু করেন বৈষ্ণবী৷ তাঁর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, বৈষ্ণবীর গালের ডান দিক, নাক ও শরীরের একাধিক স্থানে কুকুরের কামড়ের দাগ রয়েছে। গাল দু’ভাগে চিরে যাওয়ায় মুখে ১৭টি সেলাই পড়েছে, যা তাকে গুরুতর বিপদের মুখে ফেলে৷

   

বৈষ্ণবীর কাকা আশুতোষ বলেন, “কলেজ ফেরার পথে ভাইঝিকে কয়েকটি কুকুর কামড়ে ক্ষতবিক্ষত করেছে। তাঁর গাল এবং শরীরের বিভিন্ন অংশে কামড়ের দাগ রয়েছে। তত্ত্বাবধানহীন রাস্তা এবং পথকুকুরের উপস্থিতি এমন ঘটনা ঘটানোর অন্যতম কারণ।”

পথ কুকুর নিয়ে সুপ্রিম রায় Kanpur college girl stray dog attack

এই ঘটনা ঘটল এমন সময়, যখন দিল্লির সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছেন, শহরের সব লোকালয়কে পথকুকুর-মুক্ত করতে হবে। কুকুরদের নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া রাস্তায় প্রকাশ্যে কুকুর খাওয়ানোও নিষিদ্ধ। জলাতঙ্ক আক্রান্ত বা আক্রমণাত্মক কুকুরদের আশ্রয়কেন্দ্রেই রাখা হবে।

Advertisements

কানপুরের এই ঘটনা নতুন করে ইঙ্গিত দেয়, যে দেশের বড় শহরগুলোতে রাস্তার নিরাপত্তা, জনসাধারণের সুরক্ষা এবং প্রাণী নিয়ন্ত্রণ নীতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিশেষত, শিক্ষার্থীদের মতো অসহায় পথচারীদের জন্য রাস্তা নিরাপদ রাখার বিষয়টি এখন সরাসরি প্রশাসনের দায়িত্ব।

Bharat: A college girl in Kanpur, Uttar Pradesh, was seriously injured in a stray dog attack. The incident sparks nationwide debate on stray dog control, rabies prevention, and public safety. 17 stitches were required for her facial injuries.