নতুন লাক্সারি গাড়ি কিনলেন ‘লক্ষ্মীবাঈ’, দাম শুনলে চোখ কপালে উঠবে

ভারতীয় জনতা পার্টির হয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিলাসবহুল…

Kangana Ranaut buys Range Rover SUV

ভারতীয় জনতা পার্টির হয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিলাসবহুল গাড়ির প্রতি তাঁর অদম্য শখ। যেই কারণে মাঝেমধ্যেই তাঁর গ্যারেজে নতুন মডেল যোগ হওয়ার খবর সামনে আসে। রবিবার আরও একটি লাক্সারি গাড়ি কিনে ফেললেন অভিনেত্রী ও একাধারে রাজনীতিবিদ। যার দাম শুনলে অনেকেরই চক্ষু চড়কগাছ হবে! এটি হচ্ছে Range Rover SUV। ভারতে এই মডেলটির মূল্য ২ কোটির বেশি। তাজ্জব হলেন নিশ্চয়ই? তা এই গাড়িতে কী এমন রয়েছে যে এত উচ্চমূল্য, চলুন জেনে নেওয়া যাক।

জানিয়ে রাখি, লোকসভার সদস্য হওয়ার পরই তিনি Mercedes-Maybach S-Class কিনেছিলেন। এই সেডান গাড়ির দাম ৩ কোটি টাকা। এবারে কেনা Range Rover SUV কিনতে কঙ্গনার ২.৬০ কোটি টাকা  (এক্স-শোরুম) খরচ হয়েছে। Land Rovers তাদের এই গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে বিক্রি করে। এর লং রেঞ্জ হুইলবেস ভার্সনটি পেট্রোল ও ডিজেল দুই ভার্সনেই উপলব্ধ। মুম্বাইয়ে মডেলটির অন-রোড প্রাইস ৩.০৮ কোটি টাকা। 

   

এদিকে টাটা মোটরসের (Tata Motors) মালিকানাধীন সংস্থাটি সম্প্রতি এই গাড়ির Ranthambhore Edition লঞ্চ করেছে। যার দাম রাখা হয়েছে ৪.৯৮ কোটি টাকা (এক্স-শোরুম)। কঙ্গনার কেনা গাড়িটি হচ্ছে Range Rover Autobiography। এটি একটি ৩.০ লিটার পেট্রোল ইঞ্জিনে ছোটে। যা থেকে ৩৯৪ বিএইচপি শক্তি এবং ৫৫০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ৬-সিলিন্ডার সহ ডিজেল মডেল থেকে পাওয়া যায় ৩৫৪ বিএইচপি শক্তি এবং ৭০০এনএম টর্ক। ২৪২ কিমি প্রতি ঘণ্টার গতিবেগ যুক্ত গাড়িটি ০-১০০ কিমি/ঘণ্টার গতি মাত্র ৫.৯ সেকেন্ডে তুলতে সক্ষম। ইঞ্জনের সঙ্গে সংযুক্ত ৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। অল-হুইল ড্রাইভ অপশনে এটি অফার করা হয়। 

উল্লেখযোগ্য ফিচার হিসাবে রেঞ্জ রোভার এসএউভি-তে রয়েছে ১৩.১ ইঞ্চি পিভি প্রো ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ১৩.৭ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, প্রিমিয়াম লেদার আপহোলস্টেরি, অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সহ ৩৫ স্পিকার মেরিডিয়ান সাউন্ড সিস্টেম, রিয়ার সিট এন্টারটেইনমেন্ট স্ক্রিন, হেড-আপ ডিসপ্লে, মাল্টি-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং আরও অনেক কিছু। পাঁচ সিটার কনফিগারেশনে বিক্রি হলেও, এই এসইউভি তিন-সারির সিট সহ অফার করা হয়। যা উক্ত সেগমেন্টের মধ্যে এই প্রথম।

বাজার থেকে বহু বাইক তুলে নিচ্ছে Royal Enfield, আপনার মডেলটি নেই তো!

প্রসঙ্গত, সালমান খান, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর এবং অনন্যা পান্ডে প্রমুখ নামজাদা অভিনেতা-অভিনেত্রীর সংগ্রহে এই গাড়িটি রয়েছে। এদিকে Range Rover SUV ছাড়াও বর্তমানে কঙ্গনার গ্যারেজে থাকা গাড়িগুলির মধ্যে রয়েছে Mercedes Maybach S-Class, Mercedes GLE, BMW 7 Series এবং একটি Audi Q3।