কঙ্গনাকে সপাটে চড় মহিলা জওয়ানের! বিমানবন্দরে হুলস্থূল কাণ্ড

নির্বাচনে জয়ের রেশ মেটার আগেই নতুন বিতর্কে জড়ালেন কঙ্গনা রানাউত। চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরার সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এক মহিলা জওয়ান সপাট…

Kangana Ranaut Allegedly Slapped By Security Staff At Chandigarh Airport

নির্বাচনে জয়ের রেশ মেটার আগেই নতুন বিতর্কে জড়ালেন কঙ্গনা রানাউত। চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরার সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এক মহিলা জওয়ান সপাট চড় মারলেন কঙ্গনাকে! জানা গিয়েছে, কঙ্গনাকে চড় মারা ওই মহিলা জওয়ান পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা।

পর্দার ঝাঁসির রানি কহ্গনাকে কেন হেনস্থা?

   

পঞ্জাবের কৃষক আন্দোলন চলার সময় কৃষকদের অসম্মান করেছেন, এই ইস্যুতেই কঙ্গনার ওপর আজ খাপ্পা হয়ে ওঠেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের এক মহিলা জওয়ান কুলবিন্দর কৌর। কঙ্গনার সফরসঙ্গী জনৈক মায়াঙ্ক মধুর পাল্টা কুলবিন্দরকে আক্রমণ করতে যান। তড়িঘড়ি আসরে নামেন সিআইএসএফের অন্য আধিকারিকরা। পরিস্থিতি সামাল দেওয়া হয়। কঙ্গনা অবশ্য পরে কুলবিন্দরের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, কড়া ব্যবস্থা নিতে হবে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষার জায়গায় রীতিমত ভিড় জমে গিয়েছে অভিনেত্রীকে ঘিরে।

 

সিআইএসএফ কমান্ড্যান্ট ঘটনাটি নোট করেছেন এবং কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলে সূত্র জানিয়েছে।  চণ্ডীগড় থেকে দিল্লিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি কঙ্গনা রানাউত। উড়ান ধরার আগে, তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন ও  ক্যাপশনে লিখেছিলেন, ‘পার্লামেন্টে যাওয়ার পথে। মাণ্ডির সংসদ।’