Kanchanjungha Express: ‘ভাই কি বাইচ্যা আসে’, কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় উত্তর-পূর্বের বাঙালিরা আশঙ্কিত

Kolkata 24×7: কাঞ্চনজঙ্ঘার (Kanchanjungha Express)  কামরা ঝুলছে শূন্যে! ভয়াবহ এই দৃশ্য দেখে যাত্রীদের আত্মীয়রা আতঙ্কিত। ঘন ঘন ফোন করে আত্মীয়র গলা শুনে স্বস্তি পাওয়ার চেষ্টা।…

kanchn janga express accident north bengal

Kolkata 24×7: কাঞ্চনজঙ্ঘার (Kanchanjungha Express)  কামরা ঝুলছে শূন্যে! ভয়াবহ এই দৃশ্য দেখে যাত্রীদের আত্মীয়রা আতঙ্কিত। ঘন ঘন ফোন করে আত্মীয়র গলা শুনে স্বস্তি পাওয়ার চেষ্টা। যারা যোগাযোগ করতে পারছেন না তাদের উতকণ্ঠা প্রবল। খবর আসছে অনেক যাত্রী আহত। কমপক্ষে নিহত পাঁচ জন। দুর্ঘটনায় দুমড়ে যাওয়া কাঞ্চনজঙ্ঘার যাত্রীরা মূলত ত্রিপুরা, অসম ও পশ্চিমবঙ্গবাসী।

kanchanjangha expressa accident

   

পশ্চিমবঙ্গের সঙ্গে সুদূর উত্তর পূর্বাঞ্চলের বাঙালিদের কম খরচের একমাত্র যোগাযোগ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে  শিয়ালদহ আসার এই ট্রেনটিতে ইদ উল আজহা উপলক্ষে যাত্রীদের ভিড় বেশি ছিল। ট্রেনটি আগরতলা, বদরপুর (শিলচরের নিকটবর্তী), গুয়াহাটি হয়ে সোমবার সকালে  নিউ জলপাইগুড়ি (এনজেপি) পৌঁছায়। পরবর্তী যাত্রাপথ এনজেপি থেকে কিষণগঞ্জ (বিহার) হয়ে মালদা টাউন। এনজেপি ছাড়ার কিছু পরে রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘার পিছনে সরাসরি ধাক্কা মারে মালগাড়ি।  প্রবল ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা উপরে উঠে যায়।

Kanchanjungha Express: শূন্যে ঝুলছে কাঞ্চনজঙ্ঘার কামরা! এনজেপির কাছে দুর্ঘটনা

দুর্ঘটনার এমন দ়ৃশ্য দেখে আতঙ্কিত যাত্রীদের আত্নীয়রা। তেমনই একজন অসমের শিলচর নিবাসী ফজলেউদ্দিন। Kolkata 24×7 কে তিনি জানান, কোরবানির ইদ উপলক্ষ্যে কাঞ্চনজঙ্ঘার যাত্রীদের ভিড় যে বেশি ছিল তা ধরেই নেওয়া যায়। তিনি বলেন নিকট এক আত্মীয় মালদায় যাওয়ার কথা। তাকে ফোনে ধরতে পারছি না। আত্মীয় বেঁচে আছে কিনা তাই জানিনা। ( ফুন লাগতাসে না ভাই কি বাইচ্যা আসে)  তিনি হেল্পলাইন নম্বর চাইলেন।

পূর্ব বর্ধমান থেকে এক যাত্রীর আত্মীয় জানালেন তার ভাই জখম হয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করা গেছে। মালদা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান সর্বত্র ছড়িয়েছে উদ্বেগ। কারণ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দীর্ঘ যাত্রা পথে পড়ে প্রায় পুরো পশ্চিমবঙ্গ। কিছুটা বিহার। অসমের বরাক উপত্যকা ও ত্রিপুরার বৃহত্তর অঞ্চল।

দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিষয়ে তথ্য জানতে শিয়ালদহ, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটিতে হেল্প লাইন চালু করেছে। নম্বরগুলি হল

Sealdah
033-23508794
033-23833326
**********
GHY Station
03612731621
03612731622
03612731623
**********
KIR STATION
6287801805
Katihar
09002041952
9771441956
**********
LMG (লামডিং, অসম)
03674263958
03674263831
03674263120
03674263126
03674263858
**********