রাজ্যসভায় অভিষেক, সংসদে দাঁড়িয়ে তামিলে শপথ নিলেন কমল হাসান

নয়াদিল্লি: অভিনেতা থেকে রাজনীতিকের ভূমিকায় আরও এক ধাপ এগোলেন কমল হাসান। শুক্রবার, রাজ্যসভায় প্রথমবারের জন্য সাংসদ হিসেবে শপথ নিলেন জনপ্রিয় অভিনেতা তথা ‘মাক্কল নিধি মাইয়ম’…

Kamal Haasan takes oath in Rajya Sabha

নয়াদিল্লি: অভিনেতা থেকে রাজনীতিকের ভূমিকায় আরও এক ধাপ এগোলেন কমল হাসান। শুক্রবার, রাজ্যসভায় প্রথমবারের জন্য সাংসদ হিসেবে শপথ নিলেন জনপ্রিয় অভিনেতা তথা ‘মাক্কল নিধি মাইয়ম’ (এমএনএম) প্রধান (Kamal Haasan takes oath in Rajya Sabha)। নিজের মাতৃভাষা তামিলে শপথগ্রহণ করেন তিনি। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি একজন ভারতীয় হিসেবে নিজের কর্তব্য পালন করব।”

কমল হাসানকে জুন মাসে ডিএমকে নেতৃত্বাধীন জোটের সমর্থনে রাজ্যসভায় মনোনীত করা হয়। কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি নির্বাচিত হন।

   

২০২৪ সালের লোকসভা ভোটের আগে এমএনএম ডিএমকে-কংগ্রেস জোটে শামিল হলে, কমল হাসানকে দুটি পথের মধ্যে বেছে নিতে বলা হয়, লোকসভা থেকে সরাসরি লড়াই কিংবা রাজ্যসভার সদস্যপদ। শেষ পর্যন্ত সংসদে পা রাখার জন্য তিনি বেছে নেন রাজ্যসভার আসন।

প্রসঙ্গত, ২০১৮ সালে কমল হাসান নিজের রাজনৈতিক দল এমএনএম গড়ে তোলেন ডিএমকে এবং এআইএডিএমকে’র ড্রাভিডিয়ান রাজনীতির ‘বিকল্প’ হিসেবে। কিন্তু, সাম্প্রতিক বছরগুলোতে তিনি অবস্থান পরিবর্তন করে ডিএমকে-র সঙ্গে জোট বাঁধেন। সেই সিদ্ধান্ত প্রসঙ্গে হাসান বলেন, “এটা ব্যক্তিগত রাজনৈতিক লাভের জন্য নয়, জাতীয় স্বার্থেই এই পথ বেছে নিয়েছি।”

Advertisements

চলতি বছরের শুরুতে এমএনএম-এর অষ্টম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের সামনে কমল ইঙ্গিত দিয়েছিলেন সংসদে তাঁর উপস্থিতির ব্যাপারে। তাঁর কথায়, “এই বছর আমাদের কণ্ঠ সংসদে শোনা যাবে। আগামী বছর তোমাদের কণ্ঠ শোনা যাবে রাজ্য বিধানসভায়।”

কমল হাসানের রাজ্যসভা সফর শুধুমাত্র তাঁর ব্যক্তিগত রাজনীতিক জীবনেই নয়, বরং তামিল রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।