জ্যোতি জানতেন ‘বন্ধুরা’ ISI-র লোক? ল্যাপলটের তথ্যে একের পর এক চমক

নয়াদিল্লি: হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন, সেই তথ্য এখন প্রমাণ-সহ পুলিশের হাতে। ৩৩ বছর বয়সী…

jyoti malhotra isi link

নয়াদিল্লি: হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন, সেই তথ্য এখন প্রমাণ-সহ পুলিশের হাতে। ৩৩ বছর বয়সী এই ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে। তার ফোন ও ল্যাপটপ ঘেঁটে প্রায় ১২ টেরাবাইট তথ্য উদ্ধার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছে একাধিক মেসেজ, চ্যাট, ভিডিও ও সংবেদনশীল নথি।

চার পাক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ

তদন্তকারীরা জানাচ্ছেন, জ্যোতি অন্তত চারজন পাক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের মধ্যে অন্যতম হলেন ‘দানিশ’, যাকে তিনি দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একটি অনুষ্ঠানে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া ‘আহসান’ এবং ‘শাহিদ’ নামের আরও দু’জনের সঙ্গেও তার যোগাযোগ ছিল। তদন্তে এখন তাদের প্রকৃত পরিচয় ও ভূমিকা শনাক্ত করার চেষ্টা চলছে।

   

পুলিশের দাবি, জ্যোতি জানতেন যে তিনি সরাসরি ISI-র সঙ্গে কথা বলছেন, তবুও তিনি সেই যোগাযোগ চালিয়ে গিয়েছিলেন। এমনকি সেই সম্পর্ক থেকে কোনো ধরনের ভয় বা সংশয়ও দেখা যায়নি তার কথোপকথনে।

প্রায় চার লক্ষ সাবস্ক্রাইবার jyoti malhotra isi link

জ্যোতির ইউটিউব চ্যানেলটি মূলত ট্রাভেল ভ্লগ ভিত্তিক এবং সেখানে তার প্রায় চার লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। সম্প্রতি তিনি পাকিস্তান ও চীন সফর করেন। সেই সময় থেকেই তার বিলাসবহুল খরচ এবং পাকিস্তানের বিভিন্ন উচ্চপদস্থ অনুষ্ঠানে উপস্থিতি গোয়েন্দা সংস্থার নজরে আসে।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হল—পাকিস্তানে অবস্থানকালে জ্যোতির আশেপাশে সবসময় সশস্ত্র নিরাপত্তারক্ষীরা থাকতেন। স্কটল্যান্ডের ইউটিউবার কলাম মিলের একটি ভিডিওতে দেখা গিয়েছে, লাহোরের আনারকলি বাজারে জ্যোতির সঙ্গে ছিল ছয়জন AK-47 বন্দুকধারী ব্যক্তি। তারা যদিও ইউনিফর্মে ছিলেন না, তবুও তাদের আচরণ ও সাজসজ্জা থেকে বোঝা যায় যে তারা প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী।

Advertisements

ভিডিওতে কলাম বলছেন, “ওনার চারপাশে এতজন নিরাপত্তারক্ষী কেন? পুরো এলাকা জুড়ে তার উপস্থিতি যেন এক VIP পরিবেশ তৈরি করেছিল।”

১৫ মে গ্রেপ্তার

পুলিশ এখন খতিয়ে দেখছে, কে বা কারা পাকিস্তানে জ্যোতির জন্য এই বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছিল, এবং কী উদ্দেশ্যে তাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছিল।

জ্যোতিকে ১৫ মে গ্রেপ্তার করা হয়। এর ঠিক এক সপ্তাহ আগে ভারতের পালঘাম হামলার প্রতিশোধে পাকিস্তান ও পিওকে-তে এয়ারস্ট্রাইক চালানো হয়েছিল। তদন্তে আরও আর্থিক দুর্নীতির সম্ভাবনাও দেখা দিয়েছে। সূত্র জানাচ্ছে, জ্যোতির আয় ও ব্যয়ের মধ্যে বড়সড় অসঙ্গতি রয়েছে। তদন্তে কেন্দ্রীয় সংস্থাগুলোকেও অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে হরিয়ানা পুলিশ।

Bharat: Haryana YouTuber Jyoti Malhotra, 33, arrested for sedition and espionage, had direct ISI links. Police seized 12TB data confirming contact with 4 Pak intelligence officers, including ‘Danish’ met at Delhi’s Pak High Commission. His lavish travel vlogs to Pakistan/China raised suspicion. Uncover the full spy case details.