পাটনা: বৃহস্পতিবার শেষ হয়েছে বিহারের (Bihar Assembly Election) প্রথম দফার ভোটগ্রহণ। ২৪৩ টি বিধানসভার মধ্যে ১৮ টি জেলার ১২১ টি আসনে রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতি দেখেছে বিহার। যার কৃতিত্ব নিজেদের মত করে দাবী করেছে সব রাজনৈতিক দল। এবার দ্বিতীয় দফা ভোটের আগে বিহারের মানুষকে ফের ‘জঙ্গল রাজ’-এর ‘ভয়’ দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
শুক্রবার বিহারের জামুইয়ের জনগণের উদ্দেশ্যে শাহ বলেন, “পদ্ম বা তীর ধনুক থেকে মুখ ফেরালে কিন্তু বিহারে জঙ্গল রাজ ফিরেব”! ১১ নভেম্বর ‘কোনোরকম ভুল’ করা যাবে না বলে জামুইয়ের মানুষকে সচেতন করলেন তিনি।
জামুইয়ে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ
প্রসঙ্গত, রাজ্যের বাকি ১২২ টি আসনের সং ৪ টি বিধানসভা কেন্দ্র বিশিষ্ট জামুই জেলাতেও আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ (Bihar Assembly Election)। পূর্বে নকশাল অধ্যুষিত জামুই জেলাকে নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় নকশাল মুক্ত করা সম্ভব হয়েছে বলে এদিনও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
এদিনের জনসভায় শাহ বলেন, “আগে এই নকশাল এলাকায় ধানবাদ-পাটনা এক্সপ্রেসে ৩ জনকে খুন করে হাইজ্যাক করে নিয়েছিল প্রায় ১৫০ নকশাল। এই এলাকা আগে সম্পূর্ণভাবে নকশালদের দখলে ছিল। কিন্তু নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় এই এলাকাকে নকশাল মুক্ত করা গিয়েছে। আগে যেখানে বেলা ৩ টের মধ্যেই ভোটগ্রহণ শেষ করতে হত, এই বছর সেখানে বিকেল ৫ টা অবধি মানুষ ভোট দিতে পারবেন”।
লালু-পুত্র জিতলে কি হবে?
লালু-পুত্র তেজস্বী, যিনি কিনা মহাগাঁঠবন্ধনের মুখ্যমন্ত্রীর মুখ, জিতলে ‘অপহরণের নতুন বিভাগ খুলবেন’ বলে কটাক্ষ করেন অমিত শাহ। আরজেডির বিরুদ্ধে তোপ দেগে অমিত শাহ বলেন, “গত ১০ বছরে নরেন্দ্র মোদী বিহারে রাস্তা, ব্রিজ, ইথানল, চিনির কারখানা বানিয়েছেন। আগামী ৫ বছরেও বিহারকে সম্পূর্ণ উন্নত রাজ্য বানানোর জন্যই কাজ করা হবে। কিন্তু লালু-পুত্র তেজস্বী (Tejaswi Yadav) জিতলে উনি অপহরণের জন্য একটি নতুন বিভাগ খুলবেন। বিহারে জঙ্গল রাজ ফিরে আসবে”।


