Sunday, December 7, 2025
HomeBharatইভিএম সরানোর খবর ফাঁস করায় সাংবাদিকের ওপর চলল চরম অত্যাচার

ইভিএম সরানোর খবর ফাঁস করায় সাংবাদিকের ওপর চলল চরম অত্যাচার

- Advertisement -

হিন্দি দৈনিক পাঞ্জাব কেশরীর সাংবাদিক গৌরব বনসল। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রিপোর্টিং করতে গিয়েছিলেন গৌরব। উত্তরপ্রদেশে সপ্তম দফা ভোট গ্রহণ শেষ হওয়ার পর দিন অর্থাৎ ৮ মার্চ গৌরব তার কয়েকজন সঙ্গী-সহ একটি ভোট গণনা কেন্দ্রে গিয়ে ইভিএম মেশিন সরিয়ে ফেলার অভিযোগ করেছিলেন। যদিও পুলিশ সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল। কিন্তু পুলিশের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ করার জন্য বড় মাপের খেসারত দিতে হল গৌরবকে।

পুলিশ কর্মীদের সঙ্গে অভব্যতা করার অভিযোগে ওই সাংবাদিককে আটক করা হয়। তবে এখানেই শেষ নয়, এরপর পুলিশ লকআপে গৌরবের উপর চালানো হয়েছে চরম অত্যাচার। পুলিশ পাল্টা অভিযোগ করেছে, ইভিএম বদলে দেওয়ার গুজব ছড়িয়ে গৌরব অশান্তির সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। গণনা কেন্দ্রের সামনে গৌরবের চিৎকার-চেঁচামেচিতে প্রচুর লোক জমা হয়েছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠাতে হয়েছিল। এ ঘটনায় গৌরব এবং আরও ১৫ জনের বিরুদ্ধে একাধিক ধারায় ইতমাদৌলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

   

তবে ওই সাংবাদিকের আইনজীবী পাল্টা দাবি করেছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে পুলিশের দায়ের করা সব অভিযোগ মিথ্যা। পুলিশের বিরুদ্ধে ইভিএম সরিয়ে ফেলার মত গুরুতর অভিযোগ করার কারণে তাঁর মক্কেলকে আটক করে তার উপর চরম অত্যাচার করা হয়েছে। ১৫ মার্চ রাতে লকআপে গৌরবকে ব্যাপক মারধর করেছে পুলিশ। গৌরবের ঘটনায় এটা স্পষ্ট যে, বিজেপি কিভাবে বিরুদ্ধ কণ্ঠরোধ করতে তৎপর। বিজেপি সরকার বা দলের নেতাদের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে তাকে এভাবেই হেনস্তা করা গেরুয়া দলের দস্তুর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular