journalist murder main accused arrested
রায়পুর: ছত্তীসগড়ের সাংবাদিক খুনে ‘মূল অভিযুক্ত’কে হায়দরাবাদ থেকে গ্রেফতার করল পুলিশ। ১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক মুকেশ চন্দ্রকর৷ গত ৩ জানুয়ারি ছত্তীসগড়ের বস্তারে সুরেশ চন্দ্রকর নামে এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় ওই তাঁর দেহ। অভিযুক্ত ঠিকাদার সুরেশকেই রবিবার রাতে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। (journalist murder main accused arrested)
দূর সম্পর্কের আত্মীয় সুরেশ journalist murder main accused arrested
সুরেশ, মুকেশের দূর সম্পর্কের আত্মীয়৷ তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেই দাবি পুলিশের। সূত্রের খবর, সুরেশ চন্দ্রকর হায়দরাবাদে তাঁর ড্রাইভারের বাড়িতে লুকিয়েছিলেন। তাঁকে গ্রেফতার করতে পুলিশ ২০০টি সিসিটিভি ফুটেজ এবং প্রায় ৩০০টি মোবাইল নম্বর ট্র্যাক করে। গ্রেফতার করার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাশাপাশি সুরেশ চন্দ্রকরের সঙ্গে সংশ্লিষ্ট চারটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং তার মালিকানাধীন একটি অবৈধ নির্মিত ইয়াডও ভেঙে দেওয়া হয়েছে। সুরেশের স্ত্রীকেও ছত্তিশগড়ের কঙ্কের জেলা থেকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তুতো ভাই-এর সঙ্গে বিতর্ক journalist murder main accused arrested
মুকেশ চন্দ্রকরের মৃত্যু নিয়ে পুলিশ জানায়, গত ১ জানুয়ারি রাতে খাবারের সময় তার তুতোভাই রিতেশ চন্দ্রকরের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন মুকেশ। এর পর রিতেশ এবং সুপারভাইজার মহেন্দ্র মুকেশের উপর লোহার রড দিয়ে আঘাত হানে৷ ক্ষমবিক্ষত করে দেওয়া হয় তাঁর শরীর। পরে, তাঁরা মুকেশের মৃতদেহ সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রেখে উপর থেকে সিমেন্ট দিয়ে ঢেকে দেয়। মুকেশের ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত লোহার রডটি ফেলে দেওয়া হয়।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মুকেশের আরও এক আত্মীয় দিনেশ চন্দ্রকরের দাবি, তিনি সেপটিক ট্যাঙ্কের সিমেন্টিংয়ের দায়িত্বে ছিলেন, এবং সুরেশ চন্দ্রকরই ছিল হত্যার মূল পরিকল্পনাকারী। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, সাংবাদিক মুকেশকে ভারী বস্তু দিয়ে আক্রমণ করা হয়েছিল। তাঁর মাথায়, বুকে, পিঠে এবং পেটে গুরুতর জখমের চিহ্ন মিলেছে। মুকেশের যকৃত চার টুকরো হয়ে গিয়েছিল। পাঁচটি হাড় ভাঙা ও মাথায় ১৫টি আঘাতের চিহ্নও ছিল। হাতে আঁকা ট্যাটু দেখে তাঁর দেহ শনাক্ত করা হয়।
বিজয় শর্মা মুকেশ চন্দ্রকরের শোকপ্রকাশ journalist murder main accused arrested
ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মুকেশ চন্দ্রকরের হত্যাকাণ্ডকে “ভয়ানক, বেদনাদায়ক এবং সম্পূর্ণ ভুল” বলে মন্তব্য করেছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনও এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। প্রেস অ্যাসোসিয়েশন এবং এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া ছত্তিশগড় সরকারকে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এডিটর্স গিল্ড বলেছে, “এই হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। আমরা ছত্তিশগড় সরকারের কাছে দ্রুত তদন্তের আহ্বান জানাই এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”
Bharat: Chhattisgarh journalist Mukesh Chandrakar’s body found in a septic tank. Main accused Suresh Chandrakar arrested in Hyderabad. Police track 200 CCTV footages and 300 mobile numbers to solve the case.