Srinagar: জঙ্গিদের গুলিতে গুরুতর জখম পুলিশ অফিসার

রবিবার শ্রীনগরের ইদগাহের কাছে জম্মু কাশ্মীরের এক পুলিশ অফিসারকে গুলি করে জঙ্গিরা। আহত ইন্সপেক্টরের নাম মাসরুর আহমেদ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ…

short-samachar

রবিবার শ্রীনগরের ইদগাহের কাছে জম্মু কাশ্মীরের এক পুলিশ অফিসারকে গুলি করে জঙ্গিরা। আহত ইন্সপেক্টরের নাম মাসরুর আহমেদ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, পিস্তল থেকে গুলি করা হয়েছে। হামলাকারী অবশ্যই পুলিশ পরিদর্শকের কাছে উপস্থিত ছিল; বিষয়টি মাথায় রেখে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে।

   

পুলিশ সোশ্যাল সাইট এক্স-এ জানিয়েছে যে ইদগাহ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং হামলাকারীকে ধরতে কর্ডন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জঙ্গি সংগঠন টিআরএফ হামলার দায় স্বীকার করেছে। এর আগে ২৬অক্টোবর, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে, কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে লস্কর-ই-তৈয়বার ৬ জঙ্গি নিহত হয়েছিল। এই জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছিল।