Jammu & Kashmir: মিলিত অভিযানে বিরাট সাফল্য, কাশ্মীরে আটক এক জঙ্গি

রবিবার সকালে জম্মু-কাশ্মীর থেকে এক সন্ত্রাসবাদীকে আটক করল করল জম্মু-কাশ্মীর পুলিশ। তবে এই অভিযানে পুলিশের সঙ্গে ছিল সিআরপিএফের একটি বিশেষ টিম এবং ভারতীয় সেনা। সংবাদসংস্থা…

jk police

রবিবার সকালে জম্মু-কাশ্মীর থেকে এক সন্ত্রাসবাদীকে আটক করল করল জম্মু-কাশ্মীর পুলিশ। তবে এই অভিযানে পুলিশের সঙ্গে ছিল সিআরপিএফের একটি বিশেষ টিম এবং ভারতীয় সেনা। সংবাদসংস্থা এএনআই-এর তরফে জানা গিয়েছে যে ওই সন্ত্রাসবাদীর থেকে বন্দুক, গুলি এবং আরও অন্যান্য অস্ত্র এবং সামগ্রী উদ্ধার করা গিয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। ওই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ওই জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত এবং সে কী মতলবে এতদিন গা ঢাকা দিয়ে ছিল।

সংবাদ সংস্থা থেকে আরও জানা গিয়েছে যে, বান্দিপোড়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই জঙ্গির বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা রজু করে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। ওই জঙ্গির কাছ থেকে বেশ কয়েকটি পিস্তল, গুলি, বারুদ ইত্যাদি উদ্ধার হয়েছে।

Advertisements

আবার অন্যদিকে বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। সেই প্রতিবাদ দমন করতে রীতিমতো মারমুখী পাক পুলিশ ও রেঞ্জার্সরা। চলছে গুলিও। শূন্য গুলি চালানোর পাশাপাশি উন্মত্ত জনতার দিকেও তাক করা হয়েছে বন্দুকের নল। ইতিমধ্যে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে তাঁরা গুলিবিদ্ধ হয়েছিলেন কি না তা স্পষ্ট নয়। অন্যদিকে একটি পুলিশ আধিকারিককে পিটিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ। তবে পাক প্রশাসনের তরফে মৃত্যুর খবর স্বীকার করা হয়নি।