দেশে এবার বড় ঘটনা ঘটে গেল। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে অনেক সরকারি আধিকারিককে বরখাস্ত করা হল।
রাজ্যের নিরাপত্তার স্বার্থে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা ৪ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। তারা পাকিস্তানি আইএসআই এবং সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে কাজ করছিল বলে তদন্তে প্রমাণিত হওয়ার পরে কর্মচারীদের বরখাস্ত করা হয়েছে। লোকসভা ভোট মিটতেই এবং নতুন সরকার গঠনের আগে দেশে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সরকারি সূত্রে খবর, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো বরখাস্ত হওয়া কর্মীদের বিরুদ্ধে আপত্তিকর তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে লেফটেন্যান্ট গভর্নর এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করেছেন, যারা সন্ত্রাসবাদী সংগঠন এবং পাকিস্তান আইএসআইয়ের হয়ে কাজ করত বলে অভিযোগ।
J&K LG Manoj Sinha terminated 4 employees from the service in the interest of the security of the state. The employees were sacked after an investigation established that they were acting on behalf of Pakistan ISI and the terror outfits. Law enforcement and intelligence agencies…
— ANI (@ANI) June 8, 2024