‘প্রতিটা রক্তবিন্দুর হিসেব নেওয়া হবে’, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি

লাগাতার কিছু সময় ধরে বারবার জঙ্গি হামলায় কেঁপে উঠছে কাশ্মীর (J&K) উপত্যকা। আর এই ঘটনা যথেষ্ট সরকারের ঘুম কেড়ে নেওয়ার জন্য। যদিও বারবার এই জঙ্গি…

'প্রতিটা রক্তবিন্দুর হিসেব নেওয়া হবে', সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি

লাগাতার কিছু সময় ধরে বারবার জঙ্গি হামলায় কেঁপে উঠছে কাশ্মীর (J&K) উপত্যকা। আর এই ঘটনা যথেষ্ট সরকারের ঘুম কেড়ে নেওয়ার জন্য। যদিও বারবার এই জঙ্গি হানা রুখতে অভিযান চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা জওয়ানরা। তবে এবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা যা বললেন তা শুনে যে কারোর বুক কেঁপে যেতে পারে বৈকি। কাশ্মীরে একের পর এক ঘটনার জন্য তিনি কাঠগড়ায় তুললেন সেই পাকিস্তানকেই। 

 কাশ্মীরের এলজি মনোজ সিনহা নতুন করে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন। ‘জম্মুতে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে পাকিস্তান, প্রতিশোধ নেওয়া হবে,’ ঠিক এ ভাষাতেই ঝাঁঝালো আক্রমণ করলেন মনোজ সিনহা। আজ বুধবার এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘পাকিস্তান জম্মুর অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য সেখানকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, তবে জঙ্গিদের দ্বারা ঝরানো সাধারণ মানুষের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে।’ 

বিগত ৪৫ দিন ধরে জম্মু অঞ্চলে ধারাবাহিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে মনোজ সিনহার এহেন মন্তব্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন তিনি আরও বলেন, ‘পুঞ্চ-রাজৌরি থেকে কাঠুয়া-রিয়াসি এবং ডোডা, যাঁরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান, তাঁদের পরিবারকে টার্গেট করা হচ্ছে। আপনাদের সবার সবসময় মনে রাখা উচিত, পাকিস্তানি জঙ্গিদের তরফে ঝরানো রক্তের প্রতিটি রক্তবিন্দুর বদলা অবশ্যই নেওয়া হবে।’

মনোজ সিনহা বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এখন সময় এসেছে। গুজ্জর এবং বাকারওয়াল, সকলকে এক হতে হবে।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে তথ্য আদান-প্রদান করতে হবে । মাদক নেটওয়ার্ক ধ্বংস করতেও আপনাদের সহযোগিতা প্রয়োজন। যারা সন্ত্রাস ও মাদক চোরাচালানকে সমর্থন করে তারা কোনও সম্প্রদায় বা বর্ণের নয়।’ 

Advertisements

বিগত ৪৫ দিনে জম্মু অঞ্চলে ১৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ১০ নিরাপত্তা কর্মী ও ৯ জন তীর্থযাত্রী নিহত এবং ৫৮ জন আহত হন।