নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের আখনুরে সেনার অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কড়া ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের হাত থেকে অধিকৃত কাশ্মীরকে দখলমুক্ত করতে মোদী সরকার গোপনে প্রস্তুতি শুরু করে দিয়েছে বলেও ইঙ্গিত দিলেন তিনি৷ তাঁর কথায়, ‘পাক অধিকৃত কাশ্মীর ছাড়া জম্মু-কাশ্মীর অসম্পূর্ণ।’ পিওকে-কে ভারতের ‘কপালের সোনালি মণি’ হিসেবেও বর্ণনা করেন তিনি। এখানেই শেষ নয়, ভারত ও পাকিস্তানের অতীত যুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে রাদনাথ বলেন, যতবার লড়াই হয়েছে, ভারতীয় সেনার কাছে মাথা নত করেছে পাকিস্তান। (jk incomplete without pok says rajnath singh)
জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল jk incomplete without pok says rajnath singh
প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ‘প্রধানমন্ত্রী’ চৌধুরী আনোয়ারুল হকের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘আমরা জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে সন্ত্রাসবাদের অবসান শুরু করেছি। আজ জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। জম্মু ও কাশ্মীর POK ছাড়া অসম্পূর্ণ। POK ভারতের কপালের সোনালি মণি।” তাঁর আরও সংযোজন, ‘‘POK এখন পাকিস্তানের জন্য একটি বিদেশি অঞ্চল ছাড়া কিছুই নয়।’’
তিনি পাকিস্তানের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গে উল্লেখ করেন, “১৯৪৭ সালে পাকিস্তান অবৈধভাবে আমাদের জমি দখল করেছে। তারা এখনও আমাদের জমি নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে।’’ সিং আরও বলেন, “পাকিস্তানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং সীমান্তে অনুপ্রবেশ আজও অব্যাহত রয়েছে। পাকিস্তান থেকে এখনও ৮০ শতাংশ সন্ত্রাসবাদী ভারত ভূমিতে প্রবেশ করছে।’’
১৯৬৫ সালে এই আখনুরের মাটিতে যুদ্ধ jk incomplete without pok says rajnath singh
তিনি বলেন, ‘‘১৯৬৫ সালে এই আখনুরের মাটিতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাদের সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছিলাম আমরা। আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যতবার আমরা যুদ্ধে নেমেছি, ততবারই ওদের হারিয়েছি। সেই ১৯৬৫ সাল থেকেই কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদে উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান।”
এর পর মকর সংক্রান্তি এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রাজনাথ বলেন, ‘‘আজকের এই অনুষ্ঠানে আমাদের সেনা ভেটেরানদের উপস্থিতি প্রমাণ করে যে আমরা আখনোর এবং কাশ্মীরকে দিল্লির মতোই আমাদের হৃদয়ে স্থান দিই।’’
ওমর আবদুল্লাহর প্রশংসা
প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিল কি দূরি, দিল্লি কী দূরি’ প্রতিশ্রুতি পুনরায় তুলে ধরেন এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর প্রশংসা করেন। রাজনাথ বলেন, ‘‘আমরা জম্মু ও কাশ্মীরকে অত্যন্ত কাছের স্থান মনে করি। আমাদের সরকারের সবচেয়ে বড় সাফল্য হল, আমরা ‘দিল কি দূরি’ মেটাতে কাজ করছি।”