শ্রীনগর: জম্মু-কাশ্মীর ফের বিপর্যস্ত অতি বৃষ্টিতে। মঙ্গলবার ভোরে ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টির পর মৃত্যু হয়েছে অন্তত চারজনের। আকস্মিক প্রবল বর্ষণে নেমে এসেছে হড়পা বান, তাতে মুহূর্তে ভেসে গেছে বাড়িঘর ও সড়কপথ। জেলা প্রশাসনের হিসাবে, অন্তত দশটি বাড়ি সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রবল বর্ষণে বিপর্যস্ত গোটা জম্মু
প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়েছে গোটা জম্মু অঞ্চল। এর আগেই কাঠুয়া ও কিশতওয়ারে একই ধরণের দুর্যোগে প্রাণহানি ঘটেছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা বলছে, আগামী দিনগুলোতেও কাঠুয়া, সাম্বা, ডোডা, জম্মু, রামবন ও কিশতওয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা প্রবল। পরিস্থিতি বিবেচনায় জম্মু ডিভিশনের সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।
পরিবহণে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। ধস ও পাথর গড়িয়ে পড়ার আশঙ্কায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় নদীর জল উপচে ডোডায় ধ্বংস হয়ে গিয়েছে এক গুরুত্বপূর্ণ সড়ক। ইতিমধ্যেই তাওয়ি নদী বিপজ্জনকভাবে ফুলে উঠেছে। প্রশাসন আশঙ্কা করছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও নদী-নালা বিপদসীমার বহু উপরে বইতে পারে।
জম্মু অঞ্চলে বন্যা সতর্কতা J&K cloudburst 4 dead
এক শীর্ষ সরকারি আধিকারিকের সতর্কবার্তা, “জম্মু অঞ্চলে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সকলকে অনুরোধ করা হচ্ছে নদী, খালবিল কিংবা পাহাড়ি ধসপ্রবণ এলাকায় না যেতে।” ইতিমধ্যেই দুর্যোগ-পীড়িত অঞ্চলে মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী বাহিনী ও এনডিআরএফ। জারি করা হয়েছে জরুরি হেল্পলাইন নম্বরও।
আবহাওয়া দপ্তরের হিসাবে, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কাঠুয়া সর্বাধিক ১৫৫.৬ মিমি বৃষ্টি পেয়েছে। ভদরওয়াহে ৯৯.৮ মিমি, জম্মু শহরে ৮১.৫ মিমি এবং কাটরায় ৬৮.৮ মিমি বৃষ্টি হয়েছে। তার আগেই জম্মুতে রেকর্ড গড়া ১৯০.৪ মিমি বৃষ্টি নথিভুক্ত হয়েছে, যা আগস্ট মাসে গত শতাব্দীর দ্বিতীয় সর্বাধিক।
কাশ্মীর উপত্যকায়ও কমেনি বৃষ্টির দাপট। দক্ষিণ কাশ্মীরের পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণ হলেও এখনও ঝেলম নদীতে বন্যা সতর্কতা জারি হয়নি। মধ্য কাশ্মীরে মাঝারি বৃষ্টি এবং উত্তর কাশ্মীরে ছিটেফোঁটা বা শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে।
Bharat: A cloudburst in Jammu and Kashmir’s Doda district has triggered flash floods, killing at least four people and damaging homes and roads. The entire Jammu region is on high alert with more heavy rain predicted, leading to school closures and a halt on the Jammu-Srinagar national highway.