নবরাত্রি উৎসবের মাঝে বিস্ফোরণ উধমপুরে

Udhampur

ফের বিস্ফোরণে কেঁঁপে গেল জম্মু কাশ্মীরের (J&K) জনবহুল উধমপুর (Udhampur)। স্থানীয় পুরনো বাস স্ট্যান্ডে প্রবল বিস্ফোরণ হয়েছে। বাসের মধ্যে বিস্ফোরণ। এই নিয়ে দ্বিতীয়বার হলো একই জায়গায় বিস্ফোরণ। নাশকতা বলেই সন্দেহ।

পিটিআই জানাচ্ছে, বুধবার রাতে প্রথম বিস্ফোরণ হয়। তাতে দুজন জখম হন। আর বৃহস্পতিবার সকালে আরও একবার বিস্ফোরণ হলো উধমপুর বাস স্ট্যান্ডে। বিস্ফোরণের জেরে তীব্র আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছে গেছে সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের দল। আছে কুকুর বাহিনী।

   

Udhampur

যে বাসে বিস্ফোরণ হয় সেটিতে কোনও যাত্রী ছিলেন না বলেই জানা গেছে। বিস্ফোরণের মাত্রা দেখে সন্দেহ এটি আতঙ্ক ছড়ানোর কৌশল। তবে কোন সংগঠন এতে জড়িত তা জানা যায়নি।

Udhampur

এদিকে পরপর দুটি বিস্ফোরণের ঘটনার পর উধমপুর জুড়ে আতঙ্ক। উধমপুর থেকে পাঞ্জাব, শ্রীনগর, সিমলা, দিল্লি সহ বিভিন্ন জায়গার যাত্রীদের তল্লাশি চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন