J&K: পুণ্যার্থী ভর্তি বাসটিতে জঙ্গিদের রাখা বোমা ছিল বলে দাবি বিজেপির

বৈষ্ণো দেবীর ঘটনা নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন জম্মু কাশ্মীরের বিজেপির সভাপতি রবিন্দর রায়না। সেইসঙ্গে কাশ্মীরের সমস্ত জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তানকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন,…

J&K: পুণ্যার্থী ভর্তি বাসটিতে জঙ্গিদের রাখা বোমা ছিল বলে দাবি বিজেপির

বৈষ্ণো দেবীর ঘটনা নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন জম্মু কাশ্মীরের বিজেপির সভাপতি রবিন্দর রায়না। সেইসঙ্গে কাশ্মীরের সমস্ত জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তানকে দোষারোপ করেছেন।

তিনি বলেছেন, “মাতা বৈষ্ণো দেবী থেকে জম্মুগামী ভক্তদের বহনকারী তীর্থযাত্রীদের বাসটি কাটরার কাছে নিশানা করেছিল। এনআইএ-র তদন্তে এটাই উঠে এসেছে। রায়না বলেন, পাকিস্তানের জঙ্গিরা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্রের অংশ হিসাবে বাসটিতে স্টিকি বোমা দিয়ে আক্রমণ করেছিল।

একটি কম পরিচিত জঙ্গি গোষ্ঠী জেকেএফএফ (‘জম্মু কাশ্মীর ফ্রিডম ফাইটারস’) গত ১৩ মে মাতা বৈষ্ণো দেবী মন্দিরের তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছিল।

Advertisements

এদিকে ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং এনআইএ এই মামলার তদন্ত শুরু করেছিল।

ঘটনার বিষয়ে এক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক বলেন, লস্কর ই তইবা এবং জইশ এ মহম্মদ-এর মতো পরিচিত জঙ্গি গোষ্ঠীগুলির জন্য হামলা চালানো অস্বাভাবিক কিছু নয়।