ED Arrests Minister: লোকসভা ভোটের মধ্যেই ইডির হাতে গ্রেফতার হেভিওয়েট মন্ত্রী

লোকসভা নির্বাচনের মধ্যে ইডির (ED Arrests Minister) হাতে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী তথা কংগ্রেস নেতা আলমগীর আলম। ইডির অভিযানে আলমের সচিবের পরিচারকের বাড়ি থেকে…

ED

লোকসভা নির্বাচনের মধ্যে ইডির (ED Arrests Minister) হাতে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী তথা কংগ্রেস নেতা আলমগীর আলম। ইডির অভিযানে আলমের সচিবের পরিচারকের বাড়ি থেকে প্রায় ৩৭ কোটি টাকা উদ্ধার হয়। সেই ঘটনায় আলমের ব্যক্তিগত সচিব এবং রাজ্য প্রশাসনিক পরিষেবা অফিসার সঞ্জীবকুমার লাল এবং পরিচারক জাহাঙ্গির আলমকে আগেই গ্রেফতার করে ইডি।

টাকা উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মন্ত্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি। মঙ্গলবার ইডি তাঁকে প্রায় ৯ ঘণ্টা জেরা করে। আজ ফের ডেকে পাঠানো হয় তাঁকে। ইডি সূত্রে খবর, বক্তব্যে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের মন্ত্রীকে আলমগীর আলমকে৷

   

সপ্তাহখানেক আগে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির বিভিন্ন এলাকায় অভিযানে নামে ইডি। মুখ্যমন্ত্রী চম্পই সোরেন ঘনিষ্ঠ গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীরের ব্যক্তিগত সঞ্জীব লালের পরিচারকের দু’কামরার ফ্ল্যাটেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সিটি। সেই দিনের অভিযানে মোট ৩৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করে ইডি। এর পরই সঞ্জীব ও তাঁর পরিচারক জাহাঙ্গির আলমকে গ্রেফতার করে ইডি।

Mamata Banerje: বড় ঘোষণা মমতার, বিজেপি হারলেই I.N.D.I.A-কে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল

সেই টাকার উৎস জানতে ডেকে পাঠানো হয় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমকে। গ্রামোন্নয়ন দফতরের মুখ্য ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা চলছে। সেই মামলার সূত্রেই আলমগিরের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের নাম উঠে আসে। সেই সূত্রেই ওইদিন অভিযানে নেমেছিল ইডি। তদন্তকারীদের দাবি, ঝাড়খণ্ডের অন্য মন্ত্রীদের সঙ্গেও টাকার লেনদেন চালাত এই সঞ্জীব।

Amit Shah: তৃণমূলের ‘মা-মাটি-মানুষ’ এখন ‘মোল্লা-মাদ্রাসা-মাফিয়া’-য় পরিণত, বেনজির শাহী কটাক্ষ