ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলায় চাণ্ডিল স্টেশনের কাছে শনিবার ভোরে মুখোমুখি সংঘর্ষ হয় দু’টি মালগাড়ির। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে (Jharkhand goods train collision)৷ এতে অন্তত ২০টি মালবাহী কামরা লাইনচ্যুত হয়েছে। তবে, কোনও হতাহতের খবর মেলেনি।
রেল সূত্রের খবর, টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহাবোঝাই মালগাড়িটি চাণ্ডিল স্টেশন পেরোনোর পরই লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি মালগাড়ির সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার জেরে আপ ও ডাউন-দুই দিকের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কামরা সরানোর কাজ চলছে। বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে এবং কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস এবং কাটিহার-টাটানগর এক্সপ্রেস।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের স্বাভাবিক পরিষেবা দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা চলছে।