Tripura Election 2023: ভোট পরবর্তী শান্তি প্রক্রিয়ায় রাজা প্রদ্যোতকে পাশে চাইলেন জীতেন্দ্র

Jeetendra Chowdhury asked Raja Pradyot

বসন্তের মরশুমে নির্বাচনী (Tripura Election 2023) উত্তাপে ফুঁটছে গোটা উত্তর-পূর্ব ভারত৷ রাত পোহালেই নির্ধারিত হবে কার হাতে যাবে আগরতলার মসনদ। ফলাফল যাই হোক না কেন, নির্বাচনের দিন থেকেই হাসি দেখা যাচ্ছে রাজা প্রদ্যোত মাণিক্য দেববর্মার মুখে। তেমনই এক্সিট পোলের অনুমান তুড়ি মেরে উড়িয়ে খোশ মেজাজে সিপিআইএম।

২০১৮ সালে সবাইকে চমকে দিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল বিজেপি৷ মানিক সরকারের ২৫ বছরের জমানাকে টেক্কা দিতে গিয়ে ৫ বছরের জমানায় বিজেপিকে মুখ্যমন্ত্রীর মুখ বদল করতে হয়েছে৷ বিপ্লব দেবের ইমেজ ক্লিন করতে আনা হয়েছে মানিক সাহাকে৷ এই মুহুর্তে গোটা আগরতলা চুপ। ফলাফলের দিকে তাকিয়ে সকলেই৷

   

এদিকে ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠা করতে আরও একবার তিপ্রা মথাকে আহ্বান জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, ভোটের আগেই বলেছি যে তিপ্রা মোথা উন্নয়নের প্রশ্নে যে সমস্ত ইস্যু নিয়ে লড়াই করছে, তাঁদের সঙ্গে আমরা ১০০ ভাগ সহমত পোষণ করি। সেই জায়গাতে তিপ্রা মথাকেও আমরা চাইছিলাম এই সমঝোতা মধ্যে তাঁরা আসুক। আলোচনা অনেক দূর এগিয়ে ছিল কিন্তু শেষ অবধি হয়নি। তারপর যখন মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেল, তখনও আমরা বলেছিলাম ভোটের পরে আমাদের সংখ্যাগরিষ্ঠতা হলেও বা না হলেও, আমরা তিপ্রা মথাকে চাই। এই রাজ্যে স্থায়ী শান্তি এবং উন্নয়নকে আরও গতিশীল করার জন্য আমাদের সেই বক্তব্য একই থাকবে।

ত্রিপুরার ফলাফলের দিকে নজর রয়েছে জাতীয় রাজনীতির বিশেষজ্ঞদেরও। তখন তিপ্রা মথাকে সমঝোতায় আহ্বান জানিয়ে আরও একবার জল্পনা উস্কে দিলেন বর্ষীয়ান বাম নেতা৷ বামেদের ডাকে সাড়া দেবেন রাজা প্রদ্যোত মাণিক্য? ত্রিপুরার রাজনীতিতে রহস্যের জট পাকাচ্ছে ক্রমশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন