Loksabha Election 2024: ১৬ জনের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল, রইল বড় চমক

অপেক্ষার অবসান ঘটিয়ে এবার লোকসভা ভোটের (Loksabha Election 2024) জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল জনতা দল (ইউনাইটেড)। আজ রবিবার আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ১৬ জন প্রার্থীর নাম প্রকাশ করল জেডিইউ।

Image

   

তালিকা অনুযায়ী, রাজীব রঞ্জন (লালন) সিং মুঙ্গের থেকে এবং লাভলি আনন্দ শেওহর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালিকা অনুযায়ী, বাল্মীকি নগর থেকে লড়বেন সুনীল কুমার, শিবহর থেকে লভলী আনন্দ, সীতামারি থেকে দেবেশ চন্দ্র ঠাকুর, ঝঞ্ঝারপুর থেকে রামপ্রীত মণ্ডল, সুপৌল থেকে দিলেশ্বর কামৈত, কিষাণগঞ্জ থেকে মুজাহিদ আলম, কাটিহার থেকে দুলালচন্দ্র গোস্বামী, পুর্নিয়া থেকে সন্তোষ কুমার, মধুপুর থেকে দীনেশ চন্দ্র যাদব, গোপালগঞ্জ থেকে ডা আলোক কুমার সুমন, সিওয়ান থেকে বিজয়লক্ষ্মী দেবী, ভাগলপুর থেকে অজয় কুমার মণ্ডল, বাঁকা থেকে গিরিধারি যাদব, নালন্দা থেকে কৌশলেন্দ্র কুমার এবং জাহানাবাদ থেকে চন্দেশ্বর প্রসাদ লড়বেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন