সোমবার রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন চলাকালীন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, হরিবংশ নারায়ণ সিং তাঁকে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্বোধিত করলে তার তীব্র প্রতিবাদ করেন বর্ষীয়ান অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া বচ্চন (Jaya Bachchan) । তার উত্তরে জয়া বলেন, “জয়া বচ্চন বললেই যথেষ্ঠ ছিল। কিন্তু কিছু নতুন নিয়ম অনুযায়ী আমাদের দেশে মেয়েদের তাঁদের স্বামীর পরিচিতিই পরিচিতি হয়। আমাদের আলাদা কোনও অস্তিত্ব বা উপস্থিতি নেই।”
হরিবংশ নারায়ণ সিং জয়াকে উদ্দেশ্যে করে বলেন, আনুষ্ঠানিকভাবে সংসদের রেকর্ডে জয়ার নাম ‘জয়া অমিতাভ বচ্চন (Jaya Bachchan) হিসেবেই লেখা আছে। এরপর তিনি বলেন যে জয়া নিজে যথেষ্ঠ বিশিষ্ঠ একজন শিল্পী তবে সংসদের নিয়ম মেনেই তাঁকে তিনি তাঁর স্বামীর নাম ডেকেছেন ।হরিবংশ নারায়ণ সিং তাঁকে বলেন, “বেশ আপনাকে শ্রীমতি জয়াজি বলে ডাকব। “
Watch: “It’s a very painful incident and we should not bring politics into the matter,” says Samajwadi Party MP Jaya Bachchan on the death of the UPSC student in Old Rajinder Nagar pic.twitter.com/4928QcZoNS
— IANS (@ians_india) July 29, 2024
জাতীয় রাজধানীতে ভারী বৃষ্টিপাতের পরে দিল্লির ওল্ড রাজেন্দ্র নগর (Old Rajinder Nagar) এলাকায় একটি কোচিং সেন্টারের বেসমেন্ট প্লাবিত হওয়ার পরে তিনজন সিভিল সার্ভিস পরীক্ষার্থীর মৃত্যু হয়। সেই নিয়ে সংসদে বক্তব্য দেওয়ার কথা ছিল জয়ার। তিনি বক্তব্য দিতে ওঠার আগে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, হরিবংশ নারায়ণ তাঁকে সম্বোদন করে বলেন, “অনুরোধ করছি জয়া অমিতাভ বচ্চনকে তাঁর বক্তব্য পেশ করার জন্য। ” এরপরেই ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী (Jaya Bachchan)।
Ashwini Vaishnaw: ‘রেলমন্ত্রী না রিলমন্ত্রী?’ অশ্বিনী বৈষ্ণবকে বেনজির আক্রমণ বিরোধীদের
এরপর বক্তব্যের সময় সারা দেশকে নির্ভয়া কাণ্ডের কথা মনে করিয়ে দেন জয়া (Jaya Bachchan)। তিনি বলেন, ” সেই সময় আমি শুধু দুঃখই পাইনি, অপমানিত হয়েছিলাম, প্রত্যেক নারী অপমানিত হয়েছিল। আজ একজন মা, এবং দিদিমা হিসেবে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আজ সংসদে কেউ ওল্ড রাজেন্দ্র নগরের মৃত বাচ্চাগুলির আত্মার শান্তি কামনা করেনি। তাঁদের পরিবারের কোথাও কেউ ভাবেননি। কেউ পেশায় চাষি ছিলেন, কেউ আবার অন্যকিছু ছিলেন। অত্যন্ত দুক্ষজন একটি ঘটনা ঘটেছে। এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না। আমরা ৩জন বাচ্ছাকে হারিয়েছি। রাজনীতির উর্ধে উঠুন। “
রাজ্যসভাতে এর আগেও প্রতিবাদ জানিয়েছেন জয়া। একটি প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিমান মন্ত্রক সংক্রান্ত বিষয়ে জয়া উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে উদ্দেশ্য করে বলেছিলেন, “আমরা স্কুলপড়ুয়া নই। আমাদের ভুল বোঝাবেন না। “