বৃহস্পতিবার দিল্লিতে ধরা পড়ল জম্মু ও কাশ্মীরের হিজবুল মুজাহিদিনের ওয়ান্টেড জঙ্গি জাভেদ আহমেদ মাট্টু (Javed Ahmed Mattoo)। দিল্লি পুলিশের বিশেষ সেল (Delhi Police) গ্রেফতার করেছে জঙ্গিকে। মাট্টুর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে অনেক জঙ্গি কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। নিরাপত্তা সংস্থার তালিকায় উপত্যকার শীর্ষ ১০ টার্গেটের মধ্যে ছিল। তার মাথায় পাঁচ লাখ টাকার পুরস্কার রয়েছে। মাট্টু সোপোরের বাসিন্দা এবং বহুবার পাকিস্তানে গিয়েছে।
Advertisements
দিল্লি পুলিশের বিশেষ সেল তাকে গ্রেফতার করেছে। মাট্টুর কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং একটি চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
Advertisements
গত বছর, স্বাধীনতা দিবসের আগে, একটি ভিডিও ভাইরাল হয় যেখানে মাট্টুর ভাই সোপোরে তার বাড়িতে তেরঙ্গা উত্তোলন করছে দেখা যায়।



