বিধানসভা ভোটে ট্রান্সজেন্ডার প্রীতিকে প্রার্থী করে চমক পিকে’র!

Jan Suraaj fields transgender candidate

পাটনা: ভোট কুশলী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা প্রাশান্ত কিশোরের নতুন রাজনৈতিক দল জন সুরাজ বিহার বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই নতুন ঢেউ তুলেছে। ভোট ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার ৫১ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করা হয়৷ সেখানে রয়েছে একাধিক চমক৷ একাধিক বিশিষ্ট প্রার্থীর পাশাপাশি টিকিট দেওয়া হয়েছে  ট্রান্সজেন্ডার প্রীতি কিন্নরকে।

প্রীতি কিন্নরকে গোপালগঞ্জ জেলার ভোড়েয় (সংরক্ষিত) আসন থেকে প্রার্থী করা হয়েছে। ৪১ বছর বয়সী প্রীতি, সীতামঢ়ি জেলার বাসিন্দা৷ ২০০৮ সাল থেকে সামাজিক কাজে সক্রিয়। বর্তমানে তিনি ভোড়েতে বসবাস করছেন। প্রীতি এই আসনে জেডেইউ-র বর্ষীয়ান নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী সুনিল কুমারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তিনি গত বিধানসভা নির্বাচনে এই আসন থেকেই জয়ী হয়েছিলেন।

   

জন সুরাজের তালিকায় অন্যান্য বিশিষ্ট প্রার্থীরা হলেন:

  • আর.কে. মিশ্র (দারভাঙ্গা), প্রাক্তন IPS কর্মকর্তা
  • কে.সি. সিংহ, প্রখ্যাত গণিতজ্ঞ ও লেখক, প্রাক্তন পাটনা বিশ্ববিদ্যালয় ও নালন্দা ওপেন বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • জনপ্রিয় ভোজপুরি গায়ক রিতেশ রঞ্জন পাণ্ডে (কারগাহর)
  • চিকিৎসক অমিত কুমার দাস (মুজফফরপুর), শশীশেখর সিংহ (গোপালগঞ্জ), লাল বাবু প্রসাদ (ঢাকা)
  • প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর.সি.পি. সিংহের কন্যা লতা সিংহ (অস্থাওয়া)
  • সমাজতান্ত্রিক নেতা কারপূরী ঠাকুরের নাতনি জাগৃতি ঠাকুর (মোড়ওয়া)
  • আইনজীবী ও দলের নেতা ওয়াই.ভি. গিরি (মঞ্জি)

প্রাশান্ত নিজে ভোটে লড়বেন?  Jan Suraaj fields transgender candidate 

পার্টির জাতীয় সভাপতি উদয় সিংহ জানিয়েছেন, ৫১ প্রার্থীর মধ্যে ১১ জন পিছিয়ে পড়া শ্রেণি, ১৭ জন অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণি, ৯ জন সংখ্যালঘু সম্প্রদায়ের এবং বাকি সাধারণ শ্রেণির প্রার্থী।

প্রাশান্ত কিশোর নিজে নির্বাচনে অংশ নেবেন কি না, তা এখনও চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি। উদয় সিংহ জানিয়েছেন, “অন্য আসনের প্রার্থী তালিকাও শীঘ্রই প্রকাশ করা হবে। কিশোরজি নির্বাচনে অংশ নেবেন কি না, তা তালিকায় নাম প্রকাশের পর জানা যাবে। তিনি ১১ অক্টোবর রাঘোপুর থেকে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন।”

উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন ৬ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে৷ ভোট গণনা ১৪ নভেম্বর। জন সুরাজের এই প্রার্থী তালিকা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে প্রীতি কিন্নরের প্রার্থী পদ পাওয়া সামাজিক কাজের সঙ্গে রাজনীতির সংযোগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জন সুরাজের এই প্রার্থী নির্বাচন কৌশল বিহারের রাজনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন