দুর্গাপূজার সময় চেইন ছিনতাই চক্রের ৩৩ জন আটক

জামশেদপুর: দুর্গাপুজার আনন্দের মাঝে নগরীতে চেইন, মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাই করতে আসা ৩৩ জনকে (chain snatching gang) পুলিশ আটক করেছে। এদের মধ্যে ২৬ জন…

special-traffic-measures-in-place-in-kolkata-to-ensure-safe-durga-puja

জামশেদপুর: দুর্গাপুজার আনন্দের মাঝে নগরীতে চেইন, মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাই করতে আসা ৩৩ জনকে (chain snatching gang) পুলিশ আটক করেছে। এদের মধ্যে ২৬ জন নারী এবং সাতজন পুরুষ। আটকের তালিকায় থাকা পুরুষরা পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা।

Advertisements

বিস্তূপুর থানা পুলিশের অফিসার অ্যালোক কুমার দুবে জানান, সোমবার গ্যাংটির সদস্যরা শহরে এসে দুর্গাপূজার সময় বিভিন্ন ছিনতাই করার পরিকল্পনা করেছিল। মঙ্গলবার কালবাড়ি মন্দির এলাকার কাছে চেইন ছিনতাইয়ের একটি ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ যাচাই করে দুই মহিলাকে আটক করা হয়।

   

জিজ্ঞাসাবাদের সময় ওই দুই মহিলা স্বীকার করেন যে তারা একটি অপরাধ চক্রের অংশ, যারা জুগসালাই এলাকায় দুর্গাপূজার সময় ছিনতাই করতে এসেছে। এরপর পুলিশ দ্রুত জুগসালাই এলাকায় অভিযান চালিয়ে বাকি ৩১ জনকে আটক করে। আটকের মধ্যে সাতজন পুরুষও রয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্র জনসমাগমপূর্ণ এলাকায় লক্ষ্য করে মোবাইল ফোন, চেইন ও ব্যাগ ছিনতাই করত। অপরাধীরা দ্রুত পালিয়ে যেত এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী কাজ করত।

জামশেদপুরে দুর্গাপূজা চলাকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ প্রতিটি মণ্ডপ এবং জনসমাগমপূর্ণ স্থানে নজরদারি রাখছে। বিশেষ টিম তৈরি করা হয়েছে, যাতে চেইন ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যায়।

আটক হওয়া সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং তাদের ব্যাগ, গহনা ও ব্যক্তিগত জিনিস নিরাপদে রাখার পরামর্শ দিয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের সময় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, তাই জনসাধারণকে সচেতন থাকা জরুরি। পুলিশ আশা করছে, এই অভিযান দুর্গাপূজার সময় শহরে নিরাপত্তা নিশ্চিত করবে এবং মানুষ শান্তি ও আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করতে পারবে।

জানা গেছে, পশ্চিমবঙ্গ থেকে আসা এই চক্র পরিকল্পিতভাবে শহরের বিভিন্ন স্থান ঘুরে অপরাধ করত। পুলিশ আরও বলেছে, কেউ যদি এই ধরনের চক্রের তথ্য পান, তা সরাসরি থানায় জানান।