পহেলগাঁও হামলার পাঁচ মাস পর জম্মু-কাশ্মীরে খুলছে ১২টি পর্যটনকেন্দ্র

Jammu Kashmir Tourist Spots Reopen

নয়াদিল্লি: পুজোর মরশুমে সুখবর৷ পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরে নতুন করে ১২টি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এই ঘোষণা করেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। গত ২২ এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডের পর নিরাপত্তা জনিত কারণে এই পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল।

Advertisements

জম্ম ও কাশ্মীরের কোন কোন পর্যটন কেন্দ্র খুলছে?

নতুনভাবে খোলা পর্যটনকেন্দ্রের মধ্যে কাশ্মীর উপত্যকায় রয়েছে সাতটি৷ এগুলি হল- আরু ভ্যালি, র‌্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক, কামান পোস্ট। পাশাপাশি জম্মুর পাঁচটি পর্যটনকেন্দ্রও খুলে দেওয়া হবে—দাগন টপ, রামবন, কাঠুয়ার ধাগ্গার, রিয়াসি ও সালালের শিব গুহা।

শুক্রবার শ্রীনগরের রাজভবনে লেফটেন্যান্ট গভর্নরের সভাপতিত্বে ‘ইউনিফাইড হেডকোয়ার্টার্স’ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সুরক্ষা সংক্রান্ত পদক্ষেপ পর্যালোচনা করে সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পর্যটনকেন্দ্রগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অটল দুল্লো, শীর্ষ সেনা ও পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা।

Advertisements

পহেলগাঁওয় হামলা Jammu Kashmir Tourist Spots Reopen

গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হল, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলায় ২৬ জন নিহত হন। ঘটনার পর সম্ভাব্য নাশকতার আশঙ্কায় পর্যটনকেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছিল। হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়। ৭ মে ভারত পাকিস্তানের ভূখণ্ডে প্রতিশোধমূলক অভিযান চালায়, যার নামকরণ করা হয় ‘অপারেশন সিঁদুর’। চার দিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও নিয়ন্ত্রণরেখা (এলওসি) এখনও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, পর্যটনকেন্দ্র খোলার সিদ্ধান্ত দূরদর্শী নিরাপত্তা পরিকল্পনা ও পর্যাপ্ত প্রশাসনিক সতর্কতার পর নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজোর সময়ে পর্যটকরা নিরাপদে কাশ্মীর ও জম্মুর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রশাসন পর্যটকদের সুরক্ষায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।