শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের জেলগুলিতে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করল নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্য অনুযায়ী, শ্রীনগর সেন্ট্রাল জেল এবং কোট বলওয়াল জেলের মতো উচ্চ-সুরক্ষা কেন্দ্রগুলিই হামলার সম্ভাব্য লক্ষ্য। পরিস্থিতি পর্যালোচনা করে জেল চত্বরে নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক রদবদল আনা হল।
জেলগুলিতে বন্দি একাধিক হাই প্রোফাইন ব্যক্তি
জানা গিয়েছে, এই জেলগুলিতে বন্দি রয়েছে একাধিক হাই-ভ্যালু টার্গেট—আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সদস্য ও সক্রিয় স্লিপার সেল মডিউল। যারা হামলায় সরাসরি অংশ না নিলেও, জঙ্গিদের লজিস্টিক সহায়তা, আশ্রয় ও চলাচলের রুট ব্যবস্থার সঙ্গে জড়িত।
সম্প্রতি পহেলগাঁও-এ ঘটে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়৷ এই ভয়াবহ হামলার তদন্তে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। এনআইএ জেরা করেছে নিশার ও মুশতাক নামে দুই জঙ্গি সহযোগীকে, যাদের বিরুদ্ধে সেনা গাড়ি হামলার মামলাতেও জড়িত থাকার প্রমাণ মিলেছে।
শ্রীনগরে উচ্চপর্যায়ের বৈঠক Jammu Kashmir Jail Attack Alert
গোয়েন্দা ইনপুটের ভিত্তিতে রবিবার শ্রীনগরে উচ্চপর্যায়ের বৈঠক করেন CISF-এর ডিরেক্টর জেনারেল। উপস্থিত ছিলেন নিরাপত্তা গ্রিডের শীর্ষ আধিকারিকরা। গত বছরের অক্টোবর থেকে জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা সিআরপিএফ-এর পরিবর্তে সামলাচ্ছে CISF।
তদন্তকারী সংস্থার দাবি, হামলার পরও জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরের ঘন অরণ্যে গা ঢাকা দিয়ে থাকতে পারে। বৈসরন উপত্যকায় হামলার সময় আরও কিছু জঙ্গি দূরে অবস্থান করছিল বলে সন্দেহ, যারা কভার ফায়ারের মাধ্যমে মূল হামলাকারীদের পালাতে মদত করতে পারে।
সূত্রের দাবি, এই জঙ্গিরা অত্যন্ত সংগঠিত ও আত্মনির্ভর। নিজেরা খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়েই চলে, যাতে দীর্ঘদিন বাইরে থেকেই কার্যকলাপ চালিয়ে যেতে পারে।
Bharat: High alert in Jammu & Kashmir jails after intelligence warns of potential terror attacks. Srinagar Central Jail & Kot Balwal under high security. Security beefed up following intel on high-value targets. Pahalgaon attack investigation reveals more concerning links.