CPIM: জঙ্গি উপদ্রব, জামাত-সংঘ আঁতাত অভিযোগের ভোটে কাশ্মীরের ‘লাল তারা’ তারিগামি

জঙ্গি হানা, জামাত ইসলামির সাম্প্রদায়িক ভোট প্রচারের মধ্যে বারবার আলোচিত হচ্ছিল জম্নু-কাশ্মীরের (J&K) কুলগাম বিধানসভা (kulgam assembly)  আসন কি ধরে রাখতে পারবে CPIM?  এই আসনটি ১৯৯৬ সাল থেকে একটানা জয়ী হচ্ছে দলটি। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য (Mohammed Yousuf Tarigami)  মহম্মদ ইউসুফ তারিগামি কুলগাম থেকে এবারও বিপুল ভোটে এগিয়ে। গণনার (বেলা ১২টা) রাউন্ড যত এগোচ্ছে তিনি ততই ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন।

কুলগামের লাল ঝড়। কাশ্মীরের একমাত্র ‘লাল তারা’ তারিগামির মূল প্রতিদ্বন্দ্বী উপত্যকার জামাত ইসলামির নেতা আহমেদ রাশি। এলাকায় নির্বাচনী প্রচারে বাম, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স নেতাদের অভিযোগ ছিল জামাত প্রার্থীকে গোপনে সমর্থন দিয়েছে হিন্দুত্ববাদী আরএসএস।  অভিযোগ উডিয়ে দেয় সংঘ ও বিজেপি। তবে প্রচারে বারবার জামাত-সংঘ সংযোগ বিতর্ক কুলগামে চরম আলোচিত ছিল।

   

কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের ভোটে এবারের রাজনৈতিক জোটে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও বাম শিবির। জাতীয়স্তরের সংবাদমাধ্যমের বিশ্লেষণ ছিল আসন পুনর্বিন্যাসের কারণে জম্মুতে বিজেপি বড় আসন পাবে। আর কাশ্মীরের অংশে অ-বিজেপি শক্তির দাপট থাকবে। এই প্রেক্ষিতে কুলগামের বাম ঘাঁটি ছিল তীব্র চর্চিত।

Frontline জানায়, এবারের বিধানসভা নির্বাচনে কাশ্মীরের কমিউনিস্ট নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। পুনর্নির্মাণ করা বিধানসভার সীমানায় তারিগামির রাজনৈতিক যাত্রা অভূতপূর্ব হুমকির সম্মুখীন। 1996 সাল থেক, কুলগাম জেলা জম্মু ও কাশ্মীরের  একমাত্র বাম রাজনৈতিক ঘাঁটি হয়ে উঠেছে। 1996, 2002, 2008 এবং 2014 সালে টানা জয়ী হন তারিগামি। কাশ্মীরের নির্বাচনে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থানে পরিণত হয়েছে কুলগাম।

জম্মু-কাশ্মীরের স্বায়ত্বশাসন বিলোপ ইস্যুসহ বিভিন্ন রাজনৈতিক বিতর্কে বারবার গৃহবন্দি করা হয়েছিল ইউসুফ তারিগামিকে। তাঁকে ছাড়াতে তৎকালীন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আইনের আশ্রয় নিয়েছিলেন। দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। তারিগামি মুক্ত হয়েছিলেন। তবে এবারের নির্বাচনী প্রচারের মাঝে সীতারাম প্রয়াত হন। কুলগামে প্রচার থেকেই প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে কুলগামে ফের জয় হবে বলে বার্তা দিয়েছিলেন তারিগামি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন