শ্রীনগর: উপত্যকায় সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। শুক্রবার কাঠুয়া জেলার বিল্লাওয়ার এলাকায় সেনাবাহিনী, সিআরপিএফ (CRPF) এবং পুলিশের এক বিধ্বংসী যৌথ অভিযানে খতম হয়েছে জৈশ-এ-মহম্মদ (JeM) গোষ্ঠীর এক দুর্ধর্ষ পাকিস্তানি জঙ্গি। উল্লেখ্য, ১০ দিন আগেই এই এলাকায় জঙ্গিদের তিনটি গোপন ডেরার হদিস পেয়েছিল গোয়েন্দারা, যার সূত্র ধরেই এদিন সাফল্য মিলল।
কিশতুয়ারে রক্তের বিনিময়ে জয়
অন্যদিকে, কিশতুয়ারের দুর্গম পাহাড়ি অঞ্চলে গত তিন দিন ধরে চলছে বিশাল তল্লাশি অভিযান। গত রবিবার চাতরু এলাকার গহীন অরণ্যে জঙ্গিদের সঙ্গে সম্মুখ সমরে এক নির্ভীক প্যারাট্রুপার শহিদ হয়েছেন। অতর্কিত গ্রেনেড হামলায় স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন আরও ৭ জন জওয়ান। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে সেখানে ক্যাম্প করছেন জম্মু জোনের আইজিপি ভীম সেন তুতি এবং সিআরপিএফ আইজিপি আর গোপাল কৃষ্ণ রাও।
ধ্বংস শীতকালীন আস্তানা Jaish terrorist encounter
সেনা সূত্রে খবর, সোনার গ্রাম সংলগ্ন অরণ্যে জঙ্গিদের একটি অত্যন্ত সুপরিকল্পিত আস্তানা ধ্বংস করা হয়েছে। সেখানে দীর্ঘ শীতকাল কাটিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত খাদ্যসামগ্রী, গরম কাপড়, কম্বল এবং রান্নার সরঞ্জাম মজুত ছিল। জঙ্গিরা ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও গোটা এলাকা বর্তমানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
