স্বাধীনতা দিবসের আগে ফের বড় সাফল্য পেল সিআইডি (CID)। জানা গিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর হয়ে ভারতীয় সেনার চরবৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল জয়পুর (Jaipur) গোয়েন্দা সংস্থার একটি দল।
সিআইডি সূত্রে খবর, ভিলওয়ারা থেকে নারায়ণলাল গাদরি এবং পালির জয়তারান থেকে কুলদীপ সিং শেখাওয়াতকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত অপারেশন সারহাদ নামে পরিচালিত এই অভিযানে ৬ জন গুপ্তচর ধরা পড়েছে। এদের মধ্যে তিনজন সেনা সদস্যও রয়েছেন। সেনাবাহিনীর কৌশলগত গুরুত্ব সম্পর্কে তথ্য দেওয়ার পরিবর্তে ভিলওয়ারা এবং পালি থেকে গ্রেফতার হওয়া দুই স্থানীয় গুপ্তচরকে অনলাইনে স্থানান্তর করা হচ্ছিল। জয়পুরে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রের খবর, অভিযুক্ত কুলদীপ সিং শেখাওয়াতকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে তিনি পালির জয়তারানের একটি মদের দোকানের সেলসম্যান। দীর্ঘদিন ধরেই এক পাকিস্তানি মহিলা হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। তাঁর নির্দেশে ভুয়ো সেনাকর্মী হিসেবে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করে সে। সেনাবাহিনীর ইউনিফর্মে ছবি রাখেন। তারপরে তিনি সামরিক কর্মীদের সাথে বন্ধুত্ব করেন এবং কৌশলগত গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান। তিনি মহিলা হ্যান্ডলিং অফিসারকে এই তথ্য জানান। অভিযুক্ত কুলদীপ আদতে জয়পুর জেলার বিরাট নগরের বাসিন্দা।